Loading..

নেতৃত্বের গল্প

২৮ সেপ্টেম্বর, ২০২০ ১০:৪৭ অপরাহ্ণ

My Journey to British Council

My Journey to British Council

2011 সালের নভেম্বর মাসে সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ব্রিটিশ কাউন্সিলের একটি আর্ট প্রতিযোগিতার জন্য মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে দশজন শিক্ষার্থীর নাম পাঠাতে বলেন। JSC পরীক্ষায় অংশ নেয়া তিনজন ছাত্র ও সাতজন ছাত্রী বাছাই করে কলেজ শাখার একজন শিক্ষককে দেওয়া হলো ইমেইল করে পাঠাতে উনি দুইবারই পাঠালেন, কিন্তু  বিদ্যালয় পরিদর্শক স্যার জানালেন পাননি। প্রিন্সিপাল রাগ করে তালিকা ছিড়ে ঝুড়িতে ফেলে দিলেন। কাগজগুলো ঝুড়ি থেকে তুলে টেপ দিয়ে জোড়া দিয়ে যে স্যার পাঠাতে ব্যর্থ হলেন উনার সহযোগিতায় নিজের প্রথম ইমেইল আইডি খুলে রাতে নিজে আর একটি আইডি খুললাম। এর পর তলিকা প্রস্তুত করে নিজের এক আইডি থেকে অন্য আইডিতে প্রেরণ করলাম। নিজে নিজের পরীক্ষা নিয়ে উত্তীর্ণ হয়ে রাত আড়াইটায় বিদ্যালয় পরিদর্শক জনাব আব্দুল মান্নান খান স্যারকে ইমেইল করলাম। পরদিন সকাল দশটায় স্যার জানালেন ইমেইলে তালিকা পেয়েছেন। শুরু হলো “রিভার্স অব দা ওয়াল্ড” প্রোগ্রামের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল জার্নি।

·       ১০ ডিসেম্বর ২০১২ “রিভার্স অব দা ওয়াল্ড” ওয়ার্কশপে যোগদান ও Burlington Danes Academy, UK এর সাথে পার্টানশিপ।

·       ইউকে টিচার Luara Stone এর মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজে আগমন ও River Pollution নিয়ে শিক্ষার্থীদের সাথে কার্যক্রমে অংশগ্রহণ।

·        জানুয়ারী থেকে মে ২০১২ পর্যন্ত শিক্ষার্থীদের চারটি আর্ট ওয়ার্কশপে অংশগ্রহণ।

·       সেপ্টেম্বর ২০১২ প্রদর্শণী ও ক্লাসরুম পর্যবেক্ষণে প্রথম যুক্তরাজ্য যাত্রা।

·       নভেম্বর ও ডিসেম্বর ২০১২ ঢাকা ও সিলেটে শিক্ষার্থীদের আর্টওয়ার্ক প্রদর্শণী ।

·       জানুয়ারী ২০১৩ তে British Council Schools Ambassador মনোনীত।

·       সিলেটের দশটি স্কুল নিয়ে সিলেটে নতুনভাবে Connecting Classrooms এর যাত্রা শুরু।

·       প্রতিটি বিদয়ালয়ের চারজন শিক্ষককে Online Professional Development Course ও দুইজনে Face to Face প্রশিক্ষণ প্রদান।

·       ডিসেম্বর ২০১৩ Connecting Classrooms প্রোগ্রামের মাধ্যমে দ্বিতীয়বার লন্ডনের Burlington Danes Academy শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ।

·       ফেব্রুয়ারী-মার্চ ২০১৪ ব্রিটিশ কাউন্সিলের ১৫০০০/- (পনের হাজার টাকা) অনুদান নিয়ে প্রতিটি বিদ্যালয়ে Social Action Project বাস্তবায়ন।

·       জুলাই ২০১৪ মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজসহ সিলেটের তিনটি স্কুলের  International School Award এর Foundation Level অর্জন।

·       আগষ্ট ২০১৫  মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের International School Award অর্জন।

·       ডিসেম্বর ২০১৫ সিলেট থেকে ১৫ টি স্কুলের প্রায় ত্রিশজন শিক্ষক নিয়ে ঢাকায় ব্রিটিশ কাউন্সিলের ট্রেনিং-এ যোগদান।  

·       ফেব্রুয়ারী ২০১৬ Connecting Classrooms প্রোগ্রামের মাধ্যমে তৃতীয়বারের মত লন্ডনের Burlington Danes Academy শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ।

·       মার্চ ২০১৬ প্রথম বারের মত সিলেটে ব্রিটিশ কাউন্সিলের Core Skills ট্রেনিং আয়োজনে সহায়তা।

·       নতুন করে সিলেট বিভাগের ২৫ টি স্কুল নিয়ে ব্রিটিশ কাউন্সিলের International School Award প্রোগ্রাম শুরু।

·       ২০১৭ সিলেট ও ঢাকায় পর্যায়ক্রমে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা।

·       বিদয়ালয়ের শিক্ষার্থীদের নিয়ে দেশী বিদেশী স্কুলের সাথে বিভিন্ন পজেক্ট কার্যক্রম পরিচালনা।

·       ২০১৮ মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বিতীয়বারের মত International School Award অর্জন।

·       সিলেটসহ সারাদেশের প্রায় অর্ধ শতাধিক স্কুলকে International School Award অর্জন করতে সহায়তা প্রদান।

 

আব্দুল মালিক (রাজু)

সহকারী প্রধান শিক্ষক

মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ

দক্ষিণ সুরমা, সিলেট