Loading..

ভিডিও ক্লাস

০২ অক্টোবর, ২০২০ ০৭:৫৮ অপরাহ্ণ

"Digital Transformation In Education To Win IR 4.0"

বর্তমান সময়ের জরুরী একটি প্রশিক্ষণ

"Digital Transformation In Education To Win IR 4.0"

 

শিক্ষকদের তথ্য প্রযুক্তি বিষয়ক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই,শিক্ষক বাতায়ন,  ক্যারিয়ারসহাব বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের  যৌথ উদ্যোগে

"Digital Transformation In Education To Win IR 4.0"  শীর্ষক  প্রশিক্ষণে অংশগ্রহণ।

আজ ১ অক্টোবর ২য় ব্যাচে প্রায় ৩০০ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

বর্তমান করোনা মহামারীর সময়ে আমরা যে খুব দ্রুত আর স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব না, তা সবাই জানে। এ সময়ে তবু শিক্ষকগণই প্রথম এগিয়ে আসেন। সব ভয় ডর দূর করে অনলাইন ক্লাসে ঝাঁপিয়ে পড়েন।

*ঠিক এ বিষয়টি প্রশিক্ষণে ফুটে উঠেছে।

*ভবিষ্যৎ শিক্ষার রুপরেখা কেমনা হবে,

*শিক্ষকদের অবস্থান কী হবে,

*শিক্ষার্থীদের সাথে সম্পর্ক কেমন হবে,

*শিক্ষক অভিভাবক সম্পর্ক কেমন হবে,

*শিক্ষক নিজে কীরকম দায়িত্ব পালন করবেন।

 

বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পাওয়া গেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে, আমাদের মানসিকতার পরিবর্তন। এ মহামারীর সময়ে শিক্ষকরা যদি চান তবে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষার্থীদের জন্য আরো অনেক কিছু করতে পারেন। এসব কাজ শিক্ষার্থীদের মনোভাব বদলাতে সহায়তা করবে।

Description: F:\KamaL KujuR\Trainings\Digital Transformation in Education to Win IR\photos\07.PNG

আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এটুআই,শিক্ষক বাতায়ন, ক্যারিয়ারসহাব বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজকে এই গুরুত্বপূর্ন প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য।

 

 

Description: F:\KamaL KujuR\Trainings\Digital Transformation in Education to Win IR\photos\29.PNG

 

অশেষ ধন্যবাদ প্রশিক্ষক Melbourne Metropolitan College এর সম্মানিত CEO #Hemi_Hossain Sirকে। তাঁর প্রাণবন্ত এবং আকর্ষনীয় উপস্থাপনা এবং ক্লাস নেওয়ার কৌশল সত্যিই মনমুগ্ধকর এবং অনুকরণযোগ্য। সবশেষে , এ প্রশিক্ষণ প্রকৃতপক্ষেই সকল শিক্ষকদের গ্রহণ করা উচিৎ বলে আমি মনে করি। আশা রাখি, শিক্ষক বাতায়ন ও এটু আই এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন।

 

সবার জন্য শুভ কামনা ।

 

কমল কুজুর

সহকারী শিক্ষক (বাংলাদেশ ও বিশ্ব পরিচয়)

বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

হাকিমপুর,দিনাজপুর।