Loading..

প্রেজেন্টেশন

০৬ অক্টোবর, ২০২০ ১০:২৯ অপরাহ্ণ

মানুষ জাতি, শ্রেণিঃ ষষ্ঠ, বিষয়ঃ বাংলা

                                                                        মানুষ জাতি 

"মানুষ জাতি" কবিতাটি কবি "সত্যেন্দ্রনাথ দত্তের" অভ্র আবীর " কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।মূল কবিতার নাম "জাতির পাঁতি" । আমাদের সমাজে সকল মানুষ এক নয় । কেউ লম্বা আবার কেউ খাটো। কেউ বড় কেউ বা ছোট , কেউ সাদা কেউ কালো। তাই অন্যকে অবহেলা করা ঠিক নয় । কারণ আমাদের আসল পরিচয় আমরা মানুষ । সকলেই মানুষ ।সকলের শরীরের ভেতর দিয়ে একই লাল রক্ত প্রবাহিত। সকলেই একই পৃথিবীতে বাস করি । একই ধরার আলো ছায়ায় বেড়ে উঠি।তাই আমাদের সকলের মিলেমিশে  চলা উচিত।