আমার প্রিয় গ্রাম নিয়ে স্বরচিত কবিতা।
স্মৃতিঘেরা শৈশব
মাকসুদা খাতুন
প্রিয় আমার গ্রাম, স্বপ্নে ঘেরা ছবির
মতোন
যেখানে আমার শৈশব কৈশোর কাটিয়েছি অতি
যতন।
মায়াভরা মধুময় রয়েছে স্মৃতি যত
সবই আমার গ্রাম নিয়ে, আর কিছু নিয়ে নয়তো।
অনেক স্মৃতি, জড়ানো অনেক মায়া
সেখানে পাই মায়ের শীতল ছায়া।
প্রিয় মুখের প্রিয় যতকথা
আর কোথা পাইনি আমি যে তা।
শৈশবের সেই অবারিত প্রান্তর
নাড়া দিয়ে যায় আজও আমার অন্তর।
প্রাণে প্রাণে প্রাণের মিলন
অবাধ স্বাধীনতার ছিল চলন
মানবিক ছিল এক একটি আত্মা
বুকের মাঝে করেছি লালন সেই সত্তা।
যতই দূরে যাই যে সরে যেতে
সকল সময় ডাকে ইশারাতে।
প্রাণের বিদ্যালয়টি ছিল অতি মনোরম
লেখাপড়ার ফাঁকে ছিল অবাধ বিচরণ।
অনেক স্বপ্ন ছিল, ছিল অনেক আশা
বুকের মাঝে বেঁধেছিলাম তা বাসা।
সোনালী সেই দিনগুলো আজও মনের মাঝে
ঠাই নিয়েছে সারাজীবন সকাল-দুপুর- সাঝে।

মতামত দিন


শাহ আলম মিঞা
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্যে শুভ কামনা।সম্মানিত শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার মহোদয়, শ্রদ্ধেয় এডমিন মহোদয় ও শ্রদ্ধেয় শিক্ষকগণকে আমার কনটেন্ট দেখে আপনাদের মূল্যবান মন্তব্য সহ পূর্ণ রেটিং ও লাইক দেয়ার জন্যে সবিনয়ে অনুরোধ করছি। ৫৪’তম কনটেন্ট লিংকঃ https://www.teachers.gov.bd/content/details/897130

তাছলিমা আক্তার
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভেচ্ছা। আমার কন্টেন্টগুলো দেখার জন্য অনুরোধ রইল

সুমাইয়া আক্তার
আপা সুন্দর কবিতা। আপনার লেখার হাত ভালো, চালিয়ে যান। পূর্ণ রেটিং সহ শুভকামনা রইলো।

মোঃ গোলাম ওয়ারেছ
লাইক ও রেটিং সাথে অসংখ্য শুভকামনা। সেই সাথে আমার সেপ্টেম্বর ২য় পাক্ষিক কন্টেন্ট ও ব্লগ "ব্যান্ডউইথ এবং ডেটা ট্রান্সমিশন মেথড (Bandwidth and Data Transmission Methods)" দেখার ও রেটিংসহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ

মোঃজাহাঙ্গীর হোসেন
শুভকামনা রইল। আপনার তৈরিকৃত কবিতা আমার দৃষ্টিতে সেরার তালিকা ভুক্ত।

আব্দুল মাজিদ
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ শাহজালাল পাটওয়ারী
লাইক ও পূর্ণ রেটিং সহ ধন্যবাদ ও শুভকামনা রইলো ম্যাডাম।

মোছাঃ জেসমিন আক্তার
পূর্ণ রেটিং সহ শুভকামনা। আমার কন্টেন্ট দেখার বিনীত অনুরোধ রইল


নিমাই চন্দ্র মন্ডল
আমার বিষয নির্ভর কন্টেটে মতামত আশা করছি রেটিংসহ। সবার সুস্বাস্থ্য কামনা করি।

মোঃ জালাল উদ্দিন
আপা সুন্দর কবিতা। আপনার লেখার হাত ভালো, চালিয়ে যান। পূর্ণ রেটিং সহ শুভকামনা রইলো।




হাফিজা খানম
আপা সুন্দর কবিতা। আপনার লেখার হাত ভালো, চালিয়ে যান। পূর্ণ রেটিং সহ শুভকামনা রইলো।

হাফিজা খানম
আপা সুন্দর কবিতা। আপনার লেখার হাত ভালো, চালিয়ে যান। পূর্ণ রেটিং সহ শুভকামনা রইলো।


মোছাঃ মাহমুদা খাতুন
আপা সুন্দর কবিতা। আপনার লেখার হাত ভালো, চালিয়ে যান। পূর্ণ রেটিং সহ শুভকামনা রইলো।







সাম্প্রতিক মন্তব্য