Loading..

উদ্ভাবনের গল্প

০৮ অক্টোবর, ২০২০ ০২:৪৮ পূর্বাহ্ণ

ভিডিওর সাউন্ড বৃদ্ধি করবেন কিভাবে? ।। How to increase video sound?

ভিডিওর সাউন্ড বৃদ্ধি করবেন কিভাবে? ।। How to increase video sound?

  • বর্তমান করোনাকালীন সময়ে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন ক্লাস ভিডিও করে বা সরাসরি লাইভে সারাদেশের শিক্ষক সমাজ চালু রেখেছেন। সরকার সংসদ টিভির মাধ্যমে ক্লাস প্রচারিত করে যাচ্ছে। তাছাড়াও প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও স্কুলগুলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে বিভিন্ন নামে পেজ খুলে অনলাইন স্কুল পরিচালনা করে আসছেন। আমি নিজেও ক্লাস করে আসছি বিভিন্ন অনলাইন স্কুলে। ক্লাসের জন্য যখন ভিডিও তৈরি করি বিভিন্ন ভাবে। যেমনঃ ওবিএস সফটওয়্যার দিয়ে বা মোবাইল দিয়ে সবাসরি। কিন্তু এই ভিডিওগুলো যখন ফেজবুক পেজে লাইফ করছি তখন সাউন্ড কোয়ালিটি খুব কম থাকায় অনেকের অসুবিধা হয়। তাই ভিডিওর সাউন্ড রৃদ্ধি করা প্রয়োজন। এজন্য আমি এই টিউটরিয়ালটি তৈরি করে আমার সহকর্মীদের কাছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৌছে দিয়ে অনেক সারা পেয়েছি। ইউটিউব থেকে যখন কমেন্টগুলো পড়ি, তখন মনে হয় আমার কাজটি করা সার্থক হয়েছে। আমি আরও উৎসাহ পাই। একদিকে আমার সহকর্মীদের পেশাগত দক্ষতার উন্নয়ন হয়। তেমনি আমারও নতুন নতুন বিষয়ে কাজ করার আগ্রহ বাড়ে।

মোঃ রুকুনুজ্জামান,

ট্রেড-ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল),

সিংগারডাবড়ীহাট বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ,

রাজারহাট, কুড়িগ্রাম।