Loading..

নেতৃত্বের গল্প

১১ অক্টোবর, ২০২০ ০২:০৫ অপরাহ্ণ

শাল্লা উপজেলা অনলাইন ক্লাস বিষয়ক কর্মশালা /২০২০

০৬/১০/২০২০

শুকরিয়া। আলহামদুলিল্লাহ। 

আরো একটি কর্মব্যস্ত দিন কাটলো। সম্পন্ন হলো আরও একটি অনলাইন শিক্ষা বিষয়ক কর্মশালা।

সুনামগঞ্জের শাল্লা উপজেলা এই কর্মশালায় উপজেলার সম্মানিত শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ততায় বিমোহিত হলাম। উপজেলার প্রায় সবকটি প্রাথমিক  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ সহ উপস্থিত ছিলেন ৬০এর অধিক শিক্ষক। সকলের হৃদ্ধতাপূর্ণ অংশগ্রহণ, সক্রিয়তা,  শাহীদ আলী  মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আরিফ মোহাম্মদ দুলাল এর আপ্যায়ন। কোথাও খুত ছিলোনা এতোটুকু। দুর্গম এই ভাটির দেশে শিক্ষক শিক্ষার্থী উভয়কেই প্রতিনিয়ত মোকাবিলা করতে হয় কঠিন চ্যালেঞ্জ। যা এ অঞ্চলের মানুষকে করে তুলে লড়াকু মানসিকতার। ভোর থেকেই আবহাওয়া ছিল চরম বৈরী। ফলে আমাদের টিম ছিল কিছুটা ছোট। আমরা ছিলাম ৯জন।টিম লিডার জনাব Md Inchan Mia, জনাব Kamal Uddin, জনাব  Kabirul Islam, জনাব  Liton Ronjon Talukder, জনাব আবু সাঈদ মাহমুদ, জনাব M Misbah Uddin, জনাব ইসতেহাদুল ইসলাম কে সাথে নিয়ে মুটামুটি একটা ঝঞ্জা বিক্ষুব্ধ সাগর পাড়ি দিয়েই পৌঁছাতে  হয় শাল্লা ঐতিহ্যের সাক্ষী সাহিদ আলি মডেল উচ্চ বিদ্যালয়ে। কর্মশালা শেষে ধল উচ্চ বিদ্যালয়, ধলবাজারের ঐতিহ্যবাহী মিষ্টি,  বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মাঝার জিয়ারত, দিরাই’র অকৃত্রিম মেজবান শিক্ষক নেতা Kaji N Aziz ভাইয়ের মিষ্টিমুখ  সব মিলে অসাধারন স্মৃতি ময় একটা দিন জমা পরলো স্মৃতির ঝুলিতে। ভালো লাগে তাই ডাক দিয়ে যাই। সাথেও পাই অনেক সারথি। ফলে বেড়ে যায় প্রেম। আর প্রেমে পড়লে যা হয়, আমাতেও এর ব্যত্যয় নেই। আগামীকাল ০৭/০১০/২০২০  প্রেমের টানে আবার  তাহের পুরে একই মিশনে। টাংগুয়ায়।উতসাহ জোগাতে থাকেন/ থাকছেন  বিদগ্ধ  জেলা শিক্ষা অফিসার সুনামগঞ্জ জনাব  জাহাঙ্গীর আলম স্যার। জয় হোক শিক্ষা পরিবারের। মানুষের। ভালবাসার। জেগে উঠুক সবাই। এই টুকু চাই। 

সবাইকে ভালবাসা। ?