Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ অক্টোবর, ২০২০ ১২:০৪ পূর্বাহ্ণ

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেত্বত্বে বাড়ি বাড়ি গমন কর্মসূচী চলছে নিয়মিত ভাবে।

আজকের বাড়ি বাড়ি পরিদর্শনের সময় শিক্ষার্থীও অভিভাবকদের সংগে অনলাইন ক্লাস, জুম ক্লাস, সংসদ টিভি করোনা কালীন স্বাস্থ্যসেবা নিয়ে দিক নির্দেশনামুলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় আমার সংগে ছিলেন সহকারি শিক্ষক জনাব মোঃ ইয়ামিন হোসেন, মোঃ আব্দুল মালেক, মোঃ জাকারিয়া হোসেন গীতা রানী বর্মন। পরিদর্শনের কিছু চিত্র।

শিক্ষার্থী,অভিভাবকদের বাস্তব চিত্র দেখতে বুঝতে এবং তাদের সমস্যাগুলি শুনে প্রধান শিক্ষক প্রয়োজনীয় দিক নির্দেশনা সমাধান করার আশ্বাস দেন।

দীর্ঘ ১৭বছর চাকুরীকালে কখনও অভিভাবক তথা মায়েদের কথা তাদের বাড়িতে গিয়ে শুনার সুযোগ হয়নি আমার বাচ্চারা ফোনে আসক্ত, কারও স্মার্টফোন নেই,কেও টেবিলে বসতেই চায় না,কেও বা মায়ের কথা শুনতেই চায় না। মায়েদের নিখাদ ভালবাসা ফুটে উঠেছে আজকের বাড়ি বাড়ি গমন রুটিনে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি