Loading..

ভিডিও ক্লাস

১৫ অক্টোবর, ২০২০ ১১:১৭ পূর্বাহ্ণ

ব্যবসায় বলতে কি বুঝায়?

প্রশ্ন:ব্যবসায় বলতে কি বুঝায়?

উত্তর:"ব্যবসা"শব্দটির ইংরেজি প্রতি শব্দ হলো "Business"এর অর্থ হলো কোন কাজে ব্যস্ত থাকা।সাধারণত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত উৎপাদন,বন্টন ও এর সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলা হয়।

পরিবারের সদস্যদের জন্য হাঁস-মুরগি পালন বা সবজি চাষ,মানসিক আনন্দ পাওয়ার জন্য গান-বাজনা করাকে ব্যবসায় বলা যায় না।কারণ,এসব কাজের সাথে মুনাফা অর্জনের কোন সম্পর্ক নেই।কিন্তু কেউ এই কাজগুলো বৈধ উপায়ে মুনাফা অর্জনের আশায় করলে তা ব্যবসায় বলে বিবেচিত হবে।

উপরের আলোচনার আলোকে ব্যবসায়ে যে গুরুত্বপূর্ণ দিক দেখা যায় তা হলো-

¤ মানুষের চাহিদা ও অভাব পূরণের লক্ষ্যে ব্যবসায় করা হয়;

¤ এতে মুনাফা অর্জনের লক্ষ্য থাকে:

¤ এই কাজে ঝুঁকি ও অনিশ্চয়তা আছে;

¤ একে অবশ্যই দেশীয় আইনে বৈধ হতে হয়;

¤ এর কার্যক্রমপরিচালনায় নৈতিকতা,মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করা হয়;

¤ এতে সেবার মনোভাব থাকতে হয়;

¤ এর মাধ্যমে নতুন নতুন উপযোগ তৈরী হয়;

¤ এটি স্বাধীন ও পরিবর্তন যোগ্য পেশা;

¤ এর কাজ ধারাবাহিক ও নিয়মিতভাবে করা হয়;