Loading..

প্রেজেন্টেশন

১৬ অক্টোবর, ২০২০ ০৪:৩৯ অপরাহ্ণ

বিরূপ আবহাওয়া -তাপদাহ ও শৈতপ্রবাহ - প্রাথমিক বিজ্ঞান- পঞ্চম শ্রেণি -কামরুল হাসান আহমেদ-শালগ্রাম সপ্রাবি-আদমদীঘি,বগুড়া।

এ পাঠ শেষে শিক্ষার্থীরা  তাপদাহ সম্পর্কে বলতে পারবে,শৈত্যপ্রবাহ সম্পর্কে বলতে পারবে।     


শ্রদ্ধেয়

পেডাগোজি  রেটার মহোদয়গণ, সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষকমন্ডলী, উদ্ভাবক এবং বাতায়ন শিক্ষকমন্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের সহযোগিতায় এবং ভালোবাসায় উৎসাহ-উদ্দীপনায় একে একে ৩৭টি কনটেন্ট বাতায়ন আপলোড করেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আপনারা পরামর্শ উৎসাহ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন, সে জন্য আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রিয় শিক্ষক মন্ডলী সম্মানিত এডাক্যাটর মহোদয়গণ আপনাদের মতামত পেলে সামনের দিনগুলোতে আরো বেশি কনটেন্ট তৈরি করতে পারব এবং আপনাদের পরামর্শ মোতাবেক কনটেন্টের মান উন্নয়ন করতে সক্ষম হব। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার ৩৭তম কনটেন্ট টি দেখে আপনাদের মূল্যবান পরামর্শ এবং মতামত প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অতীতেও আপনারা পরামর্শ ও মতামত দিয়েছেন, উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, আশা করি সামনের দিনগুলোতেও আপনারা পাশে থাকবেন এবং আপনাদের পাশে রাখবেন। পরিশেষে আপনাদের নেক হায়াত ও সাফল্যময় জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

কামরুল হাসান আহমেদ

ডিস্ট্রিক্ট এম্বাসাডর

বগুড়া।