Loading..

প্রেজেন্টেশন

১৮ অক্টোবর, ২০২০ ০২:৩৬ অপরাহ্ণ

নির্বাচিত সংকর ধাতু, খনিজ সম্পদঃ ধাতু অধাতু, রসায়ন-০২
img
Waliullah

সহকারী শিক্ষক

খনিজ সম্পদঃ ধাতু- অধাতু -অধ্যায়ের একটি গুরত্ব পূর্ণ বিষয় হল নির্বাচিত সংকর ধাতু " । এ বিষয়টি শিক্ষার্থী  বুঝতে পারলে শিক্ষার্থীর পক্ষে রসায়ন সহজ হয়ে যাবে। ভিডিও টি 'ভোক-১০ম ' শ্রেণির শিক্ষার্থীর জন্য তৈরি করা হলেও স্কুল শাখার ৯ম/১০ম শ্রেণির  শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে।

এ পাঠ শেষে শিক্ষার্থীরা যা --

1.ধাতুর ক্ষয় সম্পর্কে বলতে পারবে।
2.সংকর ধাতু সম্পর্কে বলতে পারবে।
3.সংকর ধাতু তৈরির কারণ ব্যাখ্যা করতে পারবে।
4.বিভিন্ন সংকর ধাতুর গঠন-সংযুতি সম্পর্কে বলতে পারবে