Loading..

প্রকাশনা

১৯ অক্টোবর, ২০২০ ১১:৪১ পূর্বাহ্ণ

করোনা ভাইরাস (COVID-19)

করোনা ভাইরাসজনিত রোগ (COVID-19) হল সদ্য আবিষ্কৃত এক ধরণের করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ।

COVID-19- আক্রান্ত হওয়া বেশিরভাগ মানুষই হালকা থেকে মাঝারি মানের উপসর্গের সম্মুখীন হবেন এবং বিশেষ চিকিৎসা ব্যবস্থা ছাড়াই সুস্থ হয়ে উঠবেন।


এটি কীভাবে ছড়ায়

যে ভাইরাসের কারণে COVID-19 হয় তা প্রধানত কোনও সংক্রামিত ব্যক্তির কাশি, হাঁচি বা নিঃসরণ থেকে তৈরি হওয়া জলীয় কণার মাধ্যমে সংবাহিত হয়। এই ফোঁটা বাতাসে ভেসে থাকার পক্ষে খুবই ভারী এবং সেই কারণে তা দ্রুত মেঝে বা সারফেসে নেমে আসে।

আপনি COVID-19-এ আক্রান্ত কোনও ব্যক্তির একেবারে কাছাকাছি থাকলে নিঃশ্বাসের মাধ্যমে ভাইরাস গ্রহণের ফলে বা দূষিত কোনও জায়গা স্পর্শ করে তারপর আপনার চোখ, নাক বা মুখ স্পর্শ করলে এর দ্বারা সংক্রামিত হতে পারেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি