Loading..

খবর-দার

২১ অক্টোবর, ২০২০ ০৭:৩৯ অপরাহ্ণ

অনলাইন ক্লাস / পরীক্ষা টুলস প্রশিক্ষন, ফেনী

২১ অক্টোবর ২০২০, ফেনী  

ফেনী জেলা শিক্ষা অফিসার জনাব কাজী সলিম উল্ল্যাহ মহোদয় এর নির্দেশনায় এবং ফেনী জেলা ICT4E অ্যাম্বাসেডর শিক্ষকদের কারিগরি সহযোগিতার ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুল আয়োজন করে অনলাইন ক্লাস / পরীক্ষা টুলস প্রশিক্ষণ। ফেনী আলীয়া কামিল মাদ্রাসা মিলনায়তনেে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক জনাব ওহিদুজ্জামান এবং সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার জনাব কাজী সলিম উল্ল্যাহ। প্রশিক্ষণে প্রাথমিক বিদ্যালয় , মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রায় ৮০ জন শিক্ষক অংশগ্রহণ করে। গুগল ফরমে প্রশ্ন প্রনয়ণ ও মূল্যায়ণ ,গুগল ক্লাস রুম , ওবিএস , ফিলমোরা, ক্যামটেসিয়ায়, শিক্ষায় জুমের ব্যবহার, লাইভ ক্লাস, এডিটেড ক্লাস, ইউটিউব, শিক্ষক বাতায়নে  আপলোড / ডাউনলোড,   মুক্তপাঠ ইত্যাদি বিষয়ে দিনব্যাপী ম্যানুয়াল প্রশিক্ষণ দেওয়া হয়। 

জিয়াউল হক ভূঁঞা আরিফ

সহকারী শিক্ষক গণিত 

ফেনী আলীয়া কামিল মাদ্রাসা

জেলা শিক্ষক অ্যাম্বাসেডর,  ফেনী