Loading..

প্রেজেন্টেশন

২৬ অক্টোবর, ২০২০ ০৭:৩১ পূর্বাহ্ণ

আমার ২২ শে অক্টোবর রাত ৮টার সময় অর্জন "বঙ্গবন্ধু গ্র্যান্ড মাস্টার...."

আমি ""বঙ্গবন্ধু গ্র্যান্ড মাস্টার" হলাম ২২ অক্টোবর রাত ৮ টার দিকে। আসলেই এটা একটা কঠিন পরীক্ষা ছিল। অনেক অজানা বিষয় ছিল বঙ্গবন্ধু সম্পর্কে যা আমি বা আমার পরিবারের সদস্যরা কখনই জানতাম না। অনেক অজানাকে জানলাম, অজেয়কে জয় করলাম এবং অবশেষে "বঙ্গবন্ধু গ্র্যান্ড মাস্টার" হলাম এবং সার্টিফিকেট ও পেলাম..............................।

অবশ্যই অবশ্যই এই অর্জন খুবই বিশাল এবং আনন্দের, বিশেষ করে এই বয়সে...।

আলহামদুলিল্লাহ।

তবে পোষ্ট দিতে দেরী হয়ে গেল বলে দুঃখিত ।

আসুন আমরা সবাই জানি "বঙ্গবন্ধুর" অনেক অজানা তথ্য, জানাই আমাদের আগামী প্রজন্মকে, যাতে তারা "বঙ্গবন্ধুর" আদর্শের সৈনিক হিসেবে দেশ ও জাতির কল্যানে আত্বনিয়োগ করে বাংলাদেশকে  বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারে।