Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২০ নভেম্বর, ২০২০ ১০:৪৭ অপরাহ্ণ

Presentation skills development training (batch-1)

"আমি কতটুকু কি করতে পেরেছি জানিনা কিন্তু পৃথিবীর এই বিপুল জ্ঞানভান্ডারের জানার ক্ষেত্রে আমি সাগরের তীরে দাঁড়িয়ে থাকা এক শিশুর মতো ,যে শুধু সারাজীবন নুড়িই কুড়িয়ে গেল । সমুদ্রের জলরাশির মত  বিশাল এই জ্ঞান আমার অজানাই থেকে গেল " স্যার আইজ্যাক নিউটনের এই উক্তিটি প্রতি মুহুর্তে মনে করিয়ে দেয় এখনো কিছুই হয়নি শেখা,জানার বাকী অনেক অনেক ।

১৯/১১/২০২০ তারিখ বিকাল ৩;০০ ঘটিকা থেকে রাত ৯ঃ০০ টা পর্যন্ত স্যার হেমি হোসাইনের সাথে মেলবর্ন ঘুরে এসেছি ।

মানুষ তার জীবনের প্রতি মূহুর্তে presentation দিয়ে যাচ্ছে ।আর আমরা যারা শিক্ষকতা পেশায় আছি তারা  presentation দিচ্ছি বিভিন্ন ভাবে প্রতিনিয়ত । আমাদের এই Presentation skills development এর ওপর নির্ভর করে আমরা কর্মক্ষেত্রে কতটা সফল । শিক্ষার্থীদের কাছে আমাদের গ্রহনযোগ্যতা কতটা ?

তাই আমাদের  Presentation শিক্ষার্থীদের কাছে গ্রহনযোগ্য ও স্থায়ী করার জন্য আমাদের যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত তা হলো, always smiling  face,good body language , my voice ,eye contact ,and make intersting story ,etc .

আরো অনেক অনেক বিষয়ে জানতে পারলাম আমাদের সকলের প্রিয় সদা হাস্যজ্বল হেমি হোসেইন স্যারের নিকট ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি a2i , হেমি স্যার ও ক্যারিয়ারসহাব বাংলাদেশ কে আমাকে এই প্রশিক্ষণে অংশগ্রহনের সুযোগ করে দেয়ার জন্য ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি