Loading..

প্রকাশনা

২৬ নভেম্বর, ২০২০ ০১:৩১ অপরাহ্ণ

একজন শিক্ষকের আত্মকাহিনী!

একজন শিক্ষকের আত্মকাহিনী

 

আমি শিক্ষক,

উচ্চস্বর আর উচ্চবাক্য 

মানায় না মোর মুখে

বকা দেয়া সে তো মহাপাপ হবে

চুপ হয়ে যাই শোকে!

 

আমি শিক্ষক,

গলির মোড়ের আড্ডাবাজি

অত্যাবশকীয় বারণ!

সুদ, ঘুষ আর অসৎ পথে

গেলেই আমার মরণ!

 

আমি শিক্ষক,

চলতি পথে হাটা চলায়

থাকবে না চলন বাঁকা!

সাদা পোশাকে থাকতে হবে

থাকবে না রঙের রেখা!

 

আমি মহান, আমি উদার 

শুনছি কথা বারবার

মিটাই আমি অভিভাবকের 

কতশত আবদার

 

এতো সম্মান এতো শ্রদ্ধা 

রাখবো আমি কোথায়?

আড়ালে আমি নিরবে কাঁদি

বেতন না পাওয়ার ব্যাথায়!

 

শিক্ষার মান নাকি শিক্ষকের গুণে?

এই বিশ্বাস আছে বৈকি মানুষের মনে!

যদি কথা সত্যি হয়, কেন এত লাঞ্চনা?

দিন দিন পাচ্ছে কেন, শিক্ষকেরা বঞ্চনা?

 

এত শ্রদ্ধার পাত্র আজি 

জুলুম শোষণের স্বীকার 

মূর্খদের কাছে অপমান

আর পাচ্ছি যে ধিক্কার!

 

আমি শিক্ষক,

আমাকে থাকতে হবে

মার্জিত পরিপাটি

সালাম পাই সবার আমি

কথা শতভাগ খাঁটি!

 

শত কষ্ট বুকে নিয়ে, হাসি মুখে ক্লাসে যাই

অনুভূতি সব চাপা দিয়ে শ্রেণিপাঠ চালাই।

 

শিক্ষা গুরুর মর্যাদা আজ হচ্ছে ধূলিসাৎ 

পদে পদে আজি পাচ্ছি, কতশত আঘাত!

শিক্ষা জাতির মেরুদণ্ড, গুনী জনে কয়

তবুও শিক্ষক জীবন বাঁকে বঞ্চিত যে রয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি