Loading..

ভিডিও ক্লাস

০৬ ডিসেম্বর, ২০২০ ০৫:৫৬ পূর্বাহ্ণ

৬|প্রশ্নঃঃঃবাংলাদেশে শিল্পের সমস্যা বর্ণনা কর।

৬।প্রশ্ন:বাংলাদেশে শিল্পের সমস্যা বর্ণনা কর।

উত্তরঃ বাংলাদেশ শিল্প ক্ষেত্রে অগ্রসরমান একটি দেশ। প্রাচীনকাল থেকে কৃষি এ দেশের মানুষের উপজীবিকার প্রধান অবলম্বন বিবেচিত হলেও ২০২০সালের পর থেকে মোট দেশজ উৎপাদন {GDP} এ শিল্পখাতের অবদান কৃষি খাতকে অতিক্রম করেছে। রপ্তানি প্রক্রিয়জাতকরন অঞ্চল {EPZ} প্রতিষ্ঠা বাংলাদেশে শিল্পের উন্নয়নে একটা ইতিবাচক দিক। তারপর ও শিল্পক্ষেত্রে নিম্নোক্ত সমস্যাগুলো এখনো বিদ্যমান। ১। প্রাকৃতিক সম্পদের অভাব; ২। উদ্যোক্তার অভাব; ৩। অবোকাঠামোগত সমস্যা; ৪।প্রযুক্তির অভাব; ৫।রপ্তানি পন্যের সল্পতা; ৬।রপ্তানি পণ্যের কম মূল্য; ৭।যৌথ দর কষাকোষির অভাব; ৮। বিনিয়োগ নিরাপত্তার অভাব; ৯।অদক্ষ শ্রমিক; ১০। বিদ্যুৎ শক্তির অভাব।