Loading..

ভিডিও ক্লাস

১৭ ডিসেম্বর, ২০২০ ০৩:১১ অপরাহ্ণ

সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক অসমতা II Social Stratification and Social Inequality

আজ আমরা জানব সামাজিক স্তরবিন্যাস ও এর প্রকারভেদ এবং সামাজিক অসমতা ও এর উপাদানসমূহ সামাজিকীক স্তরবিন্যাস (Social Stratification) হল যে প্রক্রিয়ায় সমাজস্থ ব্যক্তিবর্গ ও গোষ্ঠীসমূহকে উঁচু-নিচু মর্যাদায় বিন্যাস্ত করা হয়। অন্যভাবে বলা যায় সামাজিক স্তরবিন্যাস মানে সমাজের মানুষের মধ্যে পরস্পরের ব্যবধান যা বিশেষভাবে আভিজাত্য, যশ ও ক্ষমতার দ্বারা নির্ধারিত হয়। সামাজিক স্তরবিন্যাস হল সামাজের ভেদাভেদের চিত্র। সমাজের বিভিন্ন উপাদানের ভিত্তিতে সমাজের মানুষের সাথে মানুষের যে পার্থক্য, তাই সামাজিক স্তবিন্যাস। সামাজিকীক অসমতা (Social Inequality) হল এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে বসবাসরত দুই বা ততোধিক জনগোষ্ঠীর মর্যাদা, শ্রেণী, বর্ণপ্রথা এবং লিঙ্গর ভিত্তিতে একে অপরের থেকে ভিন্ন। যখন এগুলোর মধ্যে তুলনা করা হয় তখন দেখা যায় সুযোগ সুবিধা, বিধি-নিষেধ, আর্থিক সুবিধা ইত্যাদির ভিত্তিতে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাই সামাজিক অসমতা।


মাল্টিমিডিয়া কন্টেন্ট: https://www.teachers.gov.bd/content/d...