Loading..

ভিডিও ক্লাস

২০ ডিসেম্বর, ২০২০ ১১:৩২ পূর্বাহ্ণ

সমাস পার্ট-০৩ । বাংলা ২য় পত্র

••••••••••সমাস•••••••••• সমাস শব্দের ব্যুৎপত্তি হল সম্-অস্+অ|সমাস শব্দের সাধারণ অর্থ হল সংক্ষেপ | ••• সংজ্ঞা : পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে একপদে পরিণত হলে,তাকে সমাস বলে |যেমন – বিদ্যার আলয় = বিদ্যালয়, নীল যে উৎপল = নীলোৎপল | সমাসের সংজ্ঞাতে ” পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত ” কথাটি বলা হয়েছে এর অর্থ হল পাশাপাশি অবস্থিত পদের মধ্যে অর্থগত নিকট সম্বন্ধ বা সাক্ষাৎ সম্পর্ক থাকা চাই |এরকম সাক্ষাৎ সম্পর্ক না থাকলে পাশাপাশি অবস্থিত হওয়া সত্ত্বেও পদের মিলনে সমাস সম্ভব নয় |যেমন – রাম ঘরে নেই |এই বাক্যে “রাম ” ও “ঘর ” পদ দুটি পাশাপাশি অবস্থিত হওয়া সত্ত্বেও উভয়ের মধ্যে সাক্ষাৎ সম্পর্ক না থাকায় সমাস হয়নি |কিন্তু “বিদ্যার আলয়ে গমন করলাম “- এখানে ‘বিদ্যার ‘ ও ‘আলয়ে ‘ পদ দুটির মধ্যে সাক্ষাৎ সম্পর্ক থাকায় সমাস হতে পারে |যেমন – বিদ্যার আলয়ে = বিদ্যালয়ে |মনে রাখা দরকার, এসব ক্ষেত্রে সমাস করাই বাঞ্ছনীয় |কারণ ,এর দ্বারা বক্তব্য বিষয়টি মধুর হয়ে ওঠে |বক্তব্য বিষয়কে প্রাঞ্জল ও মধুর করে বলার উদ্দেশ্যেই সমাসের প্রয়োগ ও ব্যবহার |