Loading..

খবর-দার

২৩ ডিসেম্বর, ২০২০ ০৮:৩৭ পূর্বাহ্ণ

ভাইরাসের নতুন ধরনকেও প্রতিরোধ করবে বায়োএনটেকের ভ্যাকসিন'
img
আফসিনা

সহকারী শিক্ষক

যুক্তরাজ্যে সম্প্রতি করোনাভাইরাসের নতুন যে ধরন শনাক্ত হয়েছে তা প্রতিরোধেও সমানভাবে কার্যকরী হবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন।

জার্মান কোম্পানি বায়োএনটেকের সহপ্রতিষ্ঠাতা উগুর শাহীন মঙ্গলবার এতথ্য জানিয়েছেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফাইজারের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে বায়োএনটেক। এরই মধ্যে বিভিন্ন দেশে এর ব্যবহারও শুরু হয়েছে।

উগুর শাহীন বলেন, ভাইরাসের নতুন যে ধরন শনাক্ত হয়েছে; বিজ্ঞানসম্মতভাবে এটিও প্রতিরোধ করতে সক্ষম বায়োএনটেকের আবিষ্কৃত ভ্যাকসিন।

ভাইরাসের নতুন ধরনের জন্য প্রয়োজন হলে বায়োএনটেক মাত্র ছয় সপ্তাহের মধ্যে আরেকটি ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হবে বলেও জানান তিনি।  

উগুর শাহীন বলেন, সামনের দিনগুলোতে তাদের কোম্পানির পক্ষ থেকে ভাইরাসের এই রূপান্তর পরীক্ষা করে দেখা হবে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।

আর গত সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে শনাক্ত হয় ভাইরাসের নতুন এই ধরন। অক্টোবরে যুক্তরাজ্যে আক্রান্ত হওয়া রোগীদের ৫০ শতাংশই এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের আক্রান্ত হয়েছেন।