বহুব্রীহি সমাসঃ পাঠ-২, বাংলা ভাষার ব্যাকরণ, সমাস, নবম-দশম শ্রেণি।মোঃ মুহিবুর রহমান, সহকা্রী শিক্ষক, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।
শিখনফল
১। ব্যতিহার, মধ্যপদলোপী, প্রত্যয়ান্ত, সংখ্যাবাচক, অলুক, নঞ এবং নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের সংজ্ঞা ও উদাহরণ বলতে পারবে।
২। বিভিন্ন প্রকার বহুব্রীহি সমাস চিহ্নিত করতে পারবে।
৩। ব্যাসবাক্যসহ বহুব্রীহি সমাস নির্ণয় করতে পারবে।

মতামত দিন


মোঃ মেহেদুল ইসলাম
আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার, এডমিন, সেরা কনটেন্ট নির্মাতা, শিক্ষক বাতায়নের সকল শিক্ষক- শিক্ষিকা ও আইসিটি জেলা অ্যাম্বাসেডর স্যারদের জানাই আন্তরিক শুভেচ্ছা http://teachers.gov.bd/content/details/814604

মোছাঃ জেসমিন আক্তার
শ্রেণি উপযোগী ও মান সম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধি করার জন্য ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। এ পাক্ষিকে আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক ও রেটিংসহ আপনার মতামত দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।

মোসাঃশারমিন আকতার
আপনার কনটেন্টটি সত্যিই অপূর্ব, শ্রেণি উপযোগি ও বাস্তব সম্মত হয়েছে। আপনার অনিন্দ্যসুন্দর কনটেন্ট এর জন্য অনেক অনেক শুভ কামনা রইল। সুন্দর উপস্থাপনার জন্য লাইক ও পূর্ন রেটিং । সেই সাথে আমার কনটেন্টটি দেখে আপনার মূল্যবান মতামত, লাইক ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ শামছুল আলম
শ্রেণি উপযোগী ও মান সম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধি করার জন্য ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। এ পাক্ষিকে আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক ও রেটিংসহ আপনার মতামত দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।

বিনয় কুমার বিশ্বাস
মুজিব জন্মশতবর্ষের শুভেচ্ছা রইল । পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত , রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি ।ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। ধন্যবাদ । মন্তব্য করুন।
সাম্প্রতিক মন্তব্য