Loading..

খবর-দার

২৮ ডিসেম্বর, ২০২০ ১২:৩৩ অপরাহ্ণ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার পাইগাও উচ্চ বিদ্যালয়ে আইসিটি বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ

#আইসিটি_বিষয়ক_ইনহাউজ_প্রশিক্ষণ

 তারিখঃ ২৭/১২/২০২০

 সুনামগঞ্জ জেলার ছাতকের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে অদ্য সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত আইসিটি বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কবিরুল ইসলামের সঞ্চালনায় ও ছাতক উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার মাননীয় জেলা শিক্ষা অফিসার মহোদয় জনাব মোঃ জাহাঙ্গীর আলম স্যার। স্বাগত বক্তব্য রাখেন পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু হেনা স্যার।বক্তব্য রাখেন ছাতক এসই এসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মল্লিকপুর,ছাতক এর প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কামাল উদ্দিন,সমতা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব মোঃ নাসির উদ্দিন স্যার,সাউথওয়েস্ট ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব মাহমুদ আলী স্যার।প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা ICT4E এম্বাসেডর জনাব মোহাম্মদ কামাল উদ্দিন স্যার, জনাব কবিরুল ইসলাম স্যার,জনাব অজয় কৃষ্ণ পাল স্যার,মিছবাহ উদ্দিন স্যার,আল আমিন স্যার এবং বিভিন্নভাবে সহযোগীতা করেন এম্বাসেডর মহি উদ্দিন স্যার,সাজাদ স্যার,শাহীন আলম স্যার,জাহাঙ্গীর স্যার,আবু সাঈদ মাহমুদ স্যার,মাহবুব স্যার প্রমুখ।প্রশিক্ষণে ৫০ জন শিক্ষক অংশগ্রহন করেন  ও শিক্ষক বাতায়নে নতুন রেজিষ্ট্রেশন,১০০% প্রোফাইল সম্পন্ন করে ভেরিফিকেশ করা হয়।এ ছাড়াও অনলাইন শিক্ষা কার্যক্রম জোরদার করার জন্য ভিডিও রেকর্ডিং,এডিটিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।