Loading..

উদ্ভাবনের গল্প

২৮ ডিসেম্বর, ২০২০ ০৮:৫৩ অপরাহ্ণ

অন লাইন স্কুল_ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়।

করোনা কালীন সময়ে যখন বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় তখন কী করব ভেবে পাচ্ছিলাম না। শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং প্রধান ও সহকারী প্রধান শিক্ষক মহোদয়ের উৎসাহে ছাতক উপজেলায় স্কুল পর্যায়ে অন লাইন শুরু করি।অন লাইন স্কুলটি কিছুদিনের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠে।কয়েকদিনের মধ্যেই সেটি শিক্ষক বাতায়ন কর্তৃক এপ্রোভ হয়। যেটি হাইস্কুল পর্যায়ে প্রথম সুনামগঞ্জ জেলার  অন লাইন স্কুল।সবার আন্তরিকতায় আমরা অন লাইন স্কুলের(ফেইসবুক পেইজ) পাশাপাশি আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্লাস পরিচালিত করছি।আমার মনে হয় সারা দেশের অন লাইন স্কুলে সবচেয়ে বয়স্ক শিক্ষক অন লাইন ক্লাস নিজ উদ্যোগে নেন। যেটি ব্যাপক সাড়া ফেলে। স্যারের বয়স প্রায় ৭০। যেখানে লকডাউনে কেউই ঘর থেকে বের হতে চাইত না সেখানে স্যারের উৎসাহ ও উদ্দীপনা দেখে অনেকেই ক্লাস নিতে আগ্রাহী হয়। স্যার প্রায় ২৫টি ক্লাস দিয়েছে।আমার কাছে মনে হয়ে এটি আমার জন্য এক বিশেষ অনুপ্রেরণা। আমাদের অন লাইন স্কুলে বিদ্যালয়ের প্রায় সকল শিক্ষক ক্লাস নিয়েছেন।এখন পর্যন্ত প্রায় ২৬৫টি ক্লাস নিয়েছি। নতুন বছরে নতুন উদ্দীপনায় স্বাভাবিক ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস অব্যাহত থাকায় প্রত্যয় ব্যক্ত করছি।