Loading..

প্রেজেন্টেশন

৩১ ডিসেম্বর, ২০২০ ০৮:১৯ পূর্বাহ্ণ

এইচএসসি(বিএম) একাদশ শ্রেণি কম্পিউটার অফিস এপ্লিকেশন-1(1813),কম্পিউটারের বৈশিষ্ট্য

বর্তমান গ্লোবালাইজেশনের যুগে যে যন্ত্রটি ছাড়া মানুষ জাতী অনেকাংশেই চলতে পারে না, কাজ করতে পারে না, অফিস-কলকারখারা চালাতে পারে না, এমনকি উৎপাদনও করতে পারে না, সেটা হলো কম্পিউটার। এই কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমার আজকের মাল্টিমিডিয়া ক্লাস। আমরা আজ আলোচনা করবো এইচএসসি(ব্যবসায় ব্যবস্থাপনা) শিক্ষাক্রমের কম্পিউটার অফিস এপ্লিকেশন-1 বিষয়ের প্রথম অধ্যায়ের কম্পিউটারের বৈশিষ্ট্য নিয়ে। এই পাঠ শেষে ছাত্র-ছাত্রীরা জানতে পারবে-

1। কম্পিউটারের বৈশিষ্ট্য বলতে কী বুঝায়?

2। কম্পিউটারের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে?

3। কম্পিউটারের সীমাবদ্ধতা সম্পর্কে জানতে পারবে।