Loading..

উদ্ভাবনের গল্প

৩১ ডিসেম্বর, ২০২০ ০৮:৩১ পূর্বাহ্ণ

Google forms এ " মুজিব শত বর্ষ " কুইজে অংশগ্রহণকারীদের পুরস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

 আমি  কোভিড- ১৯ এর  এই  বৈশ্বিক সময়ে  ৩১/৮/২০২০  ইং তারিখে প্রথম   আমার ফেজবুক পেইজ ও বিদ্যালয়ের ম্যাসেঞ্জারে   Google forms  এর মাধ্যমে  প্রথমে ৫ম শ্রেণির  শিক্ষার্থীদের  অনলাইনে কুইজ  নামে  বিভিন্ন বিষয়ে মোট  ১৩টি    প্রশ্ন  তৈরি করে অনলাইনে  মূল্যায়ন করি।   এতে মোট  সর্বোচ্চ ১৬ জন শিক্ষার্থী  অংশগ্রহণ করে ।  তারপর  ৪র্থ শ্রেণির  শিক্ষার্থীদের জন্য  ৬টি  কুইজ  প্রশ্ন তেরি করি ও  মোট  ৫ জন শিক্ষার্থী  অনলাইনে অংশগ্রহণ  করে।  এই কাজটি  করা খুবই কষ্টকর  ছিল। আমার পাশে তেমন কারো সাড়া পাইনি। আমি মনে করি  এটি একটি চ্যালেঞ্জিং  কাজ ছিল । তারই ধারাবাহিকতায়  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  এর   "মুজিব শতবর্ষ "   কুইজ প্রশ্ন তৈরি করি। এতে  প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী   এবং  মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।  আমি তিনটি পর্যায়ে  পুরস্কারের আয়োজন করি।  প্রথমত   নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ,  দ্বিতীয়ত  সারা বাংলাদেশের  বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী  শিক্ষার্থীদের এবং মাধ্যমিক বিদ্যালয় থেকে  অংশগ্রহণকারী  শিক্ষার্থীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেই।   তার ই ধারাবাহিকতায়  আমার মোগলটুলা স প্রা বি  এ ২৬/১২/২০২০ ইং তারিখে  জুম মিটিং মাধ্যমে পুরস্কার দেই। আগামী ৩১/১২/২০২০ ইং তারিখ জেলা আইসিটি শিক্ষক ফোরাম ময়মনসিংহ ও  জেলা ক্রিয়েটিভ টিচার্স  ফোরাম ময়মনসিংহ এর  আয়োজনে লটারির মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয় থেকে  অংশগ্রহণকারী  শিক্ষার্থীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেই। কিন্তু তাদের বিশেষ সমস্যা থাকায়  ৩১/১২/২০২০ ইং তারিখ পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করা সম্ভব হয় নি।  তাই এই অনুষ্ঠান  আগামী ১৫/১/২০২১ ইং তারিখ  " Mymensingh District Primary ICT Teachers " Group  এর মাধ্যমে অথবা আমার নিজের জুম আইডি  থেকে  সারা বাংলাদেশের  বিভিন্ন মাধ্যমিক ও  প্রাথমিক বিদ্যালয় থেকে  অংশগ্রহণকারী  শিক্ষার্থীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এই কুঁচিকাঁচা শিশুদের হাতে পুরস্কার তুলে দিতে পারি।

     হামিদা খাতুন
সহকারী শিক্ষক
১৩ নং মোগলটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
চেচুয়া ক্লাস্টার , মুক্তাগাছা ,  ময়মনসিংহ।