Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০১ জানুয়ারি, ২০২১ ০২:৩৬ পূর্বাহ্ণ

শুভ নববর্ষ- ২০২১। ১০০ টি লাইভ ক্লাসের (আরবি টু আরবি) মাইলফলক স্পর্শ করলাম আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুল্লিাহ….
#প্রসংগঃ ১০০ টি লাইভ ক্লাসের (আরবি টু আরবি) মাইলফলক স্পর্শ করলাম।

২০২০ খ্রী: কে বিদায় জানিয়ে ২০২১ খ্রী: কে গ্রহন করার শুভদিনটিই হচ্ছে আমার জন্মদিন। পহেলা জানুয়ারি মা- বাবার কোল আলো করে জন্মেছিলাম সোনার এ বাংলায়। আমার এ বছরের জন্মদিনটিকে স্বরণীয় করে রাখার জন্য একটি পরিকল্পনা গ্রহন করেছিলাম। শুরুটা হয়েছিল জানুয়ারিতে এমফিল (উচ্চতর ডিগ্রি) সম্মাননা স্বারক গ্রহনের মধ্য দিয়ে। করোনা মহামারীতে প্রতিষ্ঠান বন্ধের সুবাদে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ছোঁয়ায় নিজেকে ও নিজের শিক্ষকতা পেশাকে শানিত করতে চেয়েছিলাম। উপলব্ধি করেছিলাম ICT জানা ছাড়া এ পেশাকে ইনজয় করা সম্ভব নয়। এ জন্য (ফেব্রুয়ারি) নেকটার, বগুড়া থেকে একমাসের ICT প্রশিক্ষণ গ্রহন করে শুরু হয়েছিল পথ চলা। এর পর স্বপ্নের প্লাটফর্ম প্রিয় শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য হলাম। আরবি টু আরবি কন্টেন্ট তৈরি ও আপলোড দেওয়া শুরু করলাম। পরিচিত হতে লাগলাম মানুষ গড়ার কারিগর দেশের বিভিন্ন জেলার সম্মানিত স্যার- ম্যামদের সাথে। তাঁদের অভিজ্ঞতা ও মহানুভবতা আমাকে অনুপ্রাণিত করেছিল। এরপর অজানাকে জয় করতে যুক্ত হলাম মুক্তপাঠে। ঘরে বসে বিনা খরচে যে প্রশিক্ষণ গ্রহন করা যায় তা আমার নিকট গনিমত মনে হয়েছিল। নিজেকে সমৃদ্ধ করলাম বেশ কিছু সনদ অর্জন করে। তারপর বিভিন্ন অনলাইন স্কুল ও ফেসবুক পেইজে গ্রহন করি আরও কিছু প্রশিক্ষণ। ”বাংলাদেশ অনলাইন মাদ্রাসা” নামক জনপ্রিয় ফেসবুক পেইজে ততদিনে জমা পড়েছিল বেশ কিছু লাইভ ক্লাস। এরপর দেবিদ্বার অনলাইন মাদ্রাসা, পাতাড়ী ফাযিল অনলাইন মাদ্রাসা, সাপাহার অনলাইন স্কুল এন্ড মাদ্রাসা ও তারাগঞ্জ অনলাইন স্কুলে নিয়মিত ক্লাস গ্রহন করতে থাকি। আল্লাহর উপর পূর্ণ ভরসা ও নিজের উপর আস্থা রেখে রাত দিন কাজ করতে থাকি শিক্ষক বাতায়নে। ফলস্রুতিতে ১৭ই আগস্ট অর্জন করি ICT4E জেলা এম্বাসেডরশীপ, নওগাঁ। মনে পড়ে প্রিয় প্রতিষ্ঠান পাতাড়ী ফাযিল মাদ্রাসা, সাপাহার, নওগাঁর প্রিয় সহকর্মীবৃন্দকে। তাঁদেরকে শিক্ষক বাতায়নের সদস্য করি ও অনলাইনে ক্লাস গ্রহনের জন্য প্রশিক্ষণ প্রদান করি। ফেসবুক গ্রুপে শুরু হয় সকলের লাইভ ক্লাস গ্রহনের প্রতিযোগিতা। মনে হয়েছিল সবাই যেন প্রাণ খুঁজে পেলাম। লকডাউনের বন্দি জীবন থেকে সবাই বেরিয়ে আসলাম। ততদিনে ওপেন করি ”পাতাড়ী ফাযিল অনলাইন মাদ্রাসা” নামক ফেসবুক পেইজ। শুরু হয়ে গেল রুটিন মাফিক ক্লাস নেওয়ার হিড়িক। মাদ্রাসা ক্যাম্পাস মুখোরিত হল সকলের পদচারনায়। সে এক অন্য রকম অনুভূতি! আমাকে আরও উৎসাহিত ও আমার কাজের স্বীকৃতি প্রদান করতে প্রতিষ্ঠানের সম্মানিত ও সুযোগ্য সভাপতি মহদয় জনাব মোঃ মাসুদ রেজা স্যার ও সম্মানিত, সুযোগ্য ও ডিজিটাল মনা অধ্যক্ষ জনাব মোঃ সানাউল্লাহ স্যার সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেন। যার ফলস্রুতিতে ২৯শে নভেম্বর আমাকে প্রদান করা হয় সম্মাননা স্বারক হিসাবে ক্রেস্ট। সহকর্মীবৃন্দ প্রদান করেন মাদ্রাসার লগো খচিত মগ। তাঁদের আন্তরিকতা, ভালবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণা ছিল মনে রাখার মত। তাঁদের প্রতি আমি চির কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করছি সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, নওগাঁ এর। কৃতজ্ঞতা প্রকাশ করছি ICT4E জেলা এম্বাসেডর, নওগাঁ এর সম্মানিত সকল সহযোদ্ধাদের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষক বাতায়নের সকল সম্মানিত স্যার ও ম্যামদের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষক বাতায়ন সংশ্লিষ্ট সকল সম্মানিত স্যার ও ম্যামদের প্রতি। আল্লাহ তা’আলা গত বছরের সকল ভুল-ভ্রান্তি ক্ষমা করুন। নতুন বছরে ভাল কাজ আরও বেশি বেশি করার তাওফিক দান করুন। দেশ তথা সারা বিশ্বকে করোনার হাত থেকে রক্ষা করে স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করুন। আমিন। শুভ নববর্ষ-২০২১

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি