Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৩ জানুয়ারি, ২০২১ ০৮:০৫ অপরাহ্ণ

মহান বিজয় দিবসের ডিসপ্লে পিটি প্রদর্শন

 gnvb weRq w`e‡m wcwU cÖ`k©Y 

বিজয় দিবসে পিটি প্রদর্শন

১৯৭১ সালে দীর্ঘ নয়মাস যুদ্ধের পরে ১৬ডিসেম্বর বিজয় লাভ করে আমাদের প্রিয় বাংলাদেশ। আর প্রতিবছরের এই বিজয় দিবসটি সারা দেশে এক যোগে উদযাপিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনোমুগ্ধকর পিটি ও ডিসপ্লের মাধ্যমে, সশস্ত্র বাহিনীর প্যারেড পিটির মাধ্যমে। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও পিছিয়ে নেই। স্বাধীনতার রক্তিম শক্তিকে কাজে লাগিয়ে ঝাপিয়ে পড়ে মুক্তিযুদ্ধাদের মত পিটি প্রশিক্ষণে। আর সেই পিটি প্রদর্শিত হয় বিজয়ের এই দিনটিতে। শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত হয় মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম।

এভাবেই প্রতিবছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে গর্জে উঠে আমাদের লক্ষ লক্ষ কচি হাত। স্বাধীনতার চেতনায় আর বিজয়ের আনন্দে ভরে ওঠে সারা বাংলাদেশ। সকল শহীদ মুক্তিযোদ্ধা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ পরিবারের প্রতি রইল আমাদের সশ্রদ্ধ সালাম।

মোঃ হাবিবুল্লাহ্

সহকারি শিক্ষক(আইসিটি)

কনেশ্বর এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশন

ডামুড্যা, শরীয়তপুর।

জেলা অ্যাম্বাসেরড ICT4E, A2i ও সেরা কনটেন্ট নির্মাতা

মোবাইলঃ ০১৮৩৬৬২৪১৪৮

ই-মেইলঃ [email protected]

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি