Loading..

খবর-দার

০৭ জানুয়ারি, ২০২১ ০৮:২০ পূর্বাহ্ণ

দুমকিতে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কর্মকান্ডের উপর জুম এ্যাপসএর মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনায় শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠ

পটুয়াখালীর দুমকি উপজেলার সকল স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের নিয়ে করোনা কালীন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কর্মকান্ডের উপর জুম এ্যাপস এর মাধ্যমে সকাল ১১.০০ ঘটিকায় এক সভার আয়োজন করা হয়।সভায় জেলা শিক্ষা অফিসার পটুয়াখালী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার দুমকী,শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুমকী বদরুন নাহার ইয়াছমিন সহ জেলা ও উপজেলার শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা,জেলা শিক্ষা অফিসার শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠ নিয়ে আলোচনা করেন । উপজেলা নির্বাহী অফিসার মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষককে পর্যায় ক্রমে যাচাই করে বাতায়নে অর্ন্তভুক্ত করার কথা বলেন। করোনা পরিস্থিতে অন-লাইন ক্লাস চালু রাখার ব্যাপারে আলোচনার মাধ্যমি সভা শেষ হয়।