Loading..

ম্যাগাজিন

১৬ জানুয়ারি, ২০২১ ০৪:৫১ অপরাহ্ণ

ভয় পাবো না, যদিও কোভিড থামিয়ে দিলো গতি। সব শিক্ষার্থীকে, সব মানুষকে বিধাতা সুস্থ রাখুন।


ভয় পাবো না, যদিও কোভিড থামিয়ে দিলো গতি।

সব শিক্ষার্থীকে, সব মানুষকে বিধাতা সুস্থ রাখুন।

 

সন্তানকে স্কুলে যেতে দেবো না, ভেবেছি কী কেউ কখনও? না ভাবা কথাগুলোই ভাবিয়ে দিয়ে যাচ্ছে কোভিড মহামারী।

বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, উপবৃত্তি, স্কুল ফিডিং শিক্ষা
উন্নয়নে  কতশত প্রকল্প হাতে নিয়ে ও সরকার আজ ছুটি বাড়াতে বাধ্য হচ্ছে। প্রায় এক বছর হতে চলছে শিক্ষার্থীর স্কুল বিমুখ।
স্কুলে না যেতে চাওয়া শিশুদের আজ স্কুলে যাওয়া বাহানা।
প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক না হয়, বাদই দিলাম।

যে সন্তান স্নাতক/স্নাতকোত্তর পাস করে চাকুরি করবে বলে বাবা-মা আশায় ছিলো, তার স্বপ্ন কবে বাস্তবতায় রূপ নেবে?
যে বয়স ৩০ হবে বলে, একটা চাকুরির আশায় পকেট উজাড় করে সব সাধারণ জ্ঞান, জব সলিউশন কিনে মুখস্থ করলো তার কাছে এই এক বছরের মূল্য কত দামী কেউ বুঝবো না!!

যে শিক্ষার্থী বড় হয়ে ডাক্তার,ইঞ্জিনিয়ার,প্রফেসর,ম্যাজেট্রেট বা অন্য কিছু হবে বলে, নিদ্রাহীন রাত কাটিয়েছে, তার স্বপ্ন কী তাসের ঘর হায়ে যাচ্ছে?

কত না ভাবা ভাবাচ্ছে কোভিড, কবে পাবে এ মানব সভ্যতা মুক্তি??
ক্যালেন্ডারের পাতাই উল্টে গেল, সব জরা, ভয় থেকে গেলো?? 

 

ভয় পাবো না, যদিও কোভিড থামিয়ে দিলো গতি। সচেতনতা পারে আমাদের রক্ষা করতে।

সব শিক্ষার্থীকে, সব মানুষকে বিধাতা সুস্থ রাখুন। Top of Form

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি