Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১৭ জানুয়ারি, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ

"সমসাময়িক শিক্ষা ও আমাদের ভাবনা"

  শিক্ষাবিষয়ক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল শিক্ষার আলো ডট কম এর সম্মানিত নির্বাহী সম্পাদক জনাব এম,এ,মারুফ (সোহেল), প্রভাষক-দর্শন, জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রী কলেজ (সদ্য জাতীয়করণকৃত) এর সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় "সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা" শীর্ষক ধারাবাহিক লাইভ টক শোতে আরো বেশ কয়েকজন শিক্ষকের সাথে সঞ্চালনার  দায়িত্বে আছি আমি শর্ব্বরী দে, প্রভাষক- উদ্ভিদ বিজ্ঞান, রাউজান সরকারি কলেজ, রাউজান, চট্টগ্রাম। প্রতিদিনই শিক্ষার আলো বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে। প্রতি বুধবার সন্ধ্যা ছয়টায় করোনা মহামারি পরিস্থিতিতে বর্তমান অনলাইন শিক্ষাব্যবস্থা নিয়ে সমগ্র দেশের শিক্ষা সংশ্লিষ্ট ব্যাক্তিত্বদের ভাবনাগুলো জনগণের দৌরগোঁড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যেই শিক্ষার আলোর এই আয়োজনের সাথে আমি যুক্ত আছি। শুধু শিক্ষক-শিক্ষা অফিসার বা শিক্ষা সংশ্লিষ্টদের আলোচনা নয়, একঘেঁয়েমিতা  দূর করতে শিক্ষক- শিক্ষার্থী ও আগ্রহীদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠানও সম্প্রচার করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, করোনাকালে অনলাইন শিক্ষক-যোদ্ধাদের কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের জন্য ১০০০এক হাজার) শিক্ষককে সনদ প্রদানের ব্যবস্থা করা হয়েছে যা চলমান। আলোচনায় দেশের বিভিন্ন স্থানের তিনজন বা চারজন আলোচকের প্যানেল থাকে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি