Loading..

নেতৃত্বের গল্প

২৬ জানুয়ারি, ২০২১ ১০:৩৪ পূর্বাহ্ণ

কোভিড-১৯-এ শিক্ষার্থীদের মানসিক সতেজতা রক্ষায় ভার্চুয়াল জলসিঞ্চন !

কোভিড-১৯-এ শিক্ষার্থীদের মানসিক সতেজতা রক্ষায় ভার্চুয়াল জলসিঞ্চন !

কোভিড ১৯ এর ভয়াল থাবার কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সারা বিশ্বের কোটি কোটি শিক্ষার্থী যখন গৃহান্তরীণ, তখন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম তাদের প্রায় ৭0০০ জন শিক্ষার্থী যেন করোনা পরিস্থিতিতে মানসিক অবসাদে নিক্ষিপ্ত না হয় এবং বই রেখে হাতের নাগালে থাকা সস্তা বিনোদনের সর্বগ্রাসী  থাবার শিকার না হয় সেই লক্ষ্যে তাৎক্ষণিকভাবে অনলাইন শ্রেণি কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রুটিন মেনে নানাবিধ বিনোদনের সুযোগও উন্মুক্ত করে। শিক্ষার্থীরা সেখানে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে নানাবিধ সৃজনশীল ও উদ্দীপনামূলক উপস্থাপনার মাধ্যমে মননশীলতার চর্চায় ব্যাপৃত থাকার সুযোগ পায়।

অনলাইনে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিরুদ্বিগ্ন চিত্তে বিনোদনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, বিভিন্ন ক্ষেত্রে সফল প্রক্তন ছাত্রদের সাথে আড্ডা ইত্যাদি শিক্ষার্থীদের মানসিকভাবে উদ্দীপ্ত রাখে, যার ইতিবাচক ফল এখনো অনুভূত।