Loading..

ম্যাগাজিন

৩১ জানুয়ারি, ২০২১ ১২:০০ পূর্বাহ্ণ

প্রভাতশিল্প

প্রভাত শিল্প

 

 

পাখিরা সব ডাকছে দেখ

সূর্য উঠছে পুবে,

মক্তব পথে কল্লোল বাজে

কচিকাচাদের মুখে।

প্রভাত বেলায় ধানের শীষে

শিশিরকণার হাসি,

নদীর তীরে শালিক পেল

আহার রাশি রাশি।

দাঁড় টেনে যায় মল্লা-মাঝি

ইমাম পড়ে আল-কোরআন,

আওয়াজ তুলে গ্রামের ভিড়ে

মাছ বেচছে হারানপরান।

ঘুম ভাঙানি গানের সুরে

চাষী ছোটে মাঠ পানে,

বৃদ্ধরা সব আসর পেতে

সুর দিচ্ছে নিজের গানে।

শুভ্র সাদা বকের সারি

যাত্রা কেবল শুরু,

উনুনের বুকে আগুন দিয়ে

মা খুঁজছে বাচ্চা গরু।

মানিক, মানিক! খোকা মানিক

পাঠ চুকে দাও ঘুমের সাথে

আলস্য ভরা ভোর বিহনে

উঠে বস ,জাগার পথে।

কুকুরগুলো বাড়ির সাথে

আঁস্তাকুড়ের ধারে,

পঁচা বাসি খাবারের খোঁজে

হন্য হয়ে ঘোরে।

গ্রামের পথে প্রভাত শিল্প 

দিলেন মহান প্রভু,

বাংলা ছাড়া এমন রূপটি

দেখতে পাবে না আর কভু।

 

 

কামরুল হাসান আহমেদ

গবেষক সংস্কৃত বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়।  

 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি