Loading..

ম্যাগাজিন

১২ ফেব্রুয়ারি , ২০২১ ১০:৩৪ পূর্বাহ্ণ

একটি সফল শিক্ষক সম্মেলনের পোষ্টমর্টেম
#>"একটি সফল শিক্ষক সম্মেলনের পোষ্টমর্টেম"
" আমার প্রাপ্তিতে হাওর পাড়ের শিক্ষক সম্মেলন-২০১৯"
- মোঃ সামছুল হোসেন
প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর কাছে, সিলেটে ৪৭০ জন দেশ সেরা শিক্ষকের আগমন ও নিরাপদে বাড়ী ফেরার জন্য।
কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ সরকারের প্রতি এই সম্মেলনের অনুমতি প্রদানের জন্য।
পর্যায়ক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতি।
এটুআই ও এর সকল স্থরের কর্মকর্তাদের প্রতি যারা সারাক্ষন আমাদের পাশে থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন এই বিশাল প্রোগ্রাম কে সফল ভাবে শেষ করতে।
কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারী টিচার্স ট্রেনিং কলেজের প্রতি,সিলেট বিভাগীয় কমিশনার মহোদয় স্যারের প্রতি, সিলেট জেলা প্রশাসক মহোদয় স্যারের প্রতিও জেলার এনডিসি মহোদয় স্যারের প্রতি, সিলেট জেলা শিক্ষা অফিসের সকল কর্মকর্তা মহোদয়ের প্রতি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি সিলেট জেলা স্কাউট ও শিক্ষক সমিতির( দক্ষিন সুরমা উপজেলা শাখার) সকল স্থরের কর্মকর্তাদের প্রতি,সিলেট জেলা পুলিশের সকল স্থরের কর্মকর্তাদের প্রতি, হাওর পাড়ের শিক্ষক গ্রুপের সকলের প্রতি ও সেই সকল অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দের প্রতি যারা আমাদের সম্মেলনকে আলোকিত করেছেন।
=> অনেকেই এ সম্মেলনে আউটকাম কী তা জানতে চেয়েছেন?
আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে এই সম্মেলন থেকে আমরা শিখেছি -
@১ম দিন>=
# প্রোফেসর ড. সৈয়দ গোলাম ফারুক স্যারের কাছ থেকে শিখেছি শিক্ষকতার বিভিন্ন সমস্যা সমাধানের উপায়।নিজের মধ্যে কী ভাবে নিজেকে খোঁজা ও জানা যায় তা। ক্যাপাসিটি ডেভেলাপমেন্টের উপায়। অনাগত ভবিষ্যতের পরিকল্পনা।শিক্ষকদের জন্য দেয়া উনার ৪ টি সুসংবাদ ইত্যাদি ইত্যাদি।
# বিশ্বজিৎ কুমার পালের স্যারের কাছ থেকে শিখেছি কী ভাবে প্রশাসনে থেকেও শুধুমাত্র ইচ্ছা থাকলেই সরকারের যে কোন পরিকল্পনা সাধারন মানুষদেরকে নিয়ে বাস্তবায়ন করা যায়।
# জাহাঙ্গীর কবইর আহমদ স্যারের কাছ থেকে জেনেছি শত প্রতিকূলতায় থেকেও কীভাবে "মিড-ডে-মিল" বাস্তবায়ন করা যায়।
# হাবিবুল্লাহ স্যারের কাছ থেকে জেনেছি কী ভাবে কম টাকায় ও ছাদ কৃষি বাস্থবায়ন করা যায়।
# আব্দুস সামাদ স্যারের কাছ থেকে জেনেছি কি ভাবে শিক্ষার্থীদের কম মুল্যে মাত্র ১২ টাকা দিয়ে পুষ্টিকর খাবার শিক্ষার্থীদের খেতে উৎসাহী করা যায়।
# শিখেছি শুধু শৃংখলা মেনে কী ভাবে ৪৭০ জন অতিথি কে ১ ঘন্টার মধ্যে খাবার পরিবেশন করা যায়।
@২য় দিন ( ১ম অধিবেশন )
# সিলেটের বিভাগীয় কমিশনার জনাব মুস্তাফিজুর রহমানের কাছথেকে শিখেছি " অওনারশীপ কী" কী ভাবে "লীডারশীপ" বাস্থবায়ন করা যায়।
# সিলেটের জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে শিখেছি কীভাবে শিক্ষার্থীদের মাঝে নিজেকে ফুটিয়ে তুলা যায়।
# জেলা ডিজি মহোদয়ের কাছ থেকে শিখেছি সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস কী ভাবে বাস্থবায়ন করা যায়।
# জেলা শিক্ষা অফিসারের কাছথেকে শিখেছি শিক্ষার বিভিন্ন স্থরে নিজেকে কীভাবে মানিয়ে নিতে হয়।
@২য় দিন ( ২য় অধিবেশন )
# একজন বীর প্রতিকের কাছথেকে শুনেছি মুক্তিযোদ্ধের সম্মুখ সমরের করুণ ইতিহাস।
# একজন প্রকৃত মুক্তিযোদ্ধার কাছ থেকে জেনেছি কেন "একজন মুক্তিযোদ্ধা সারাজীবনই মুক্তিযোদ্ধা ,আর কেন একজন রাজাকার সারা জীবনই রাজাকার"
# একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের কাছ থেকে জেনেছি মুক্তিযোদ্ধ পরবর্তী তাদের জীবনের করুণ কাহিনী।
@ ২য় দিন ( ৩য় অধিবেশন )
# সেরা নেতৃত্ব ক্যাটাগরিতে জনাব খীরশীদুজ্জামান স্যারের কাছ থেকে জেনেছি সবুজ স্কুল, কীভাবে সবুজ কমিউনিটি তৈরী করে ।
# সেরা নেতৃত্ব ক্যাটাগরিতে জনাব আব্দুল কাদির মৃধা স্যারের কাছ থেকে জেনেছি কীভাবে শিক্ষার্থীদের বিভিন্ন জনকল্যানমুখী কাজে সম্পৃক্ত করা যায় ।
# সারা দেশের মধ্যে একমাত্র অদম্য শিক্ষক জনাব মাঝহারুল ইসলাম স্যারকে দেখে বুঝেছি কীভাবে শুধু এক হাত দিয়েও জীবন সংগ্রামে জয়ী হওয়া যায়।
# শুনেছি সেরা উদ্ভাবক জনাব শাহজামান শুভর "উদ্ভাবনের গল্প"
# সেরা "মিড-ডে-মিল " বাস্তবায়ন কারী সামাদ স্যার,লোকমান স্যার ও কবীর স্যারের গল্প।
# শুনেছি সেরা ৩ পরিচ্ছন্ন প্রতিষ্ঠান প্রধানদের প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার কৌশল।
# শুনেছি সেরা এসএমসি বাস্থবায়নকারী ২জন সভাপতি মহোদয়ের উদারতার কথা।
# সাক্ষাত হয়েছে শিক্ষক বাতায়নের সেই ৩ জন কালজয়ী আমাদের আইডল শিক্ষক যারা বাতায়নে প্রথম সেরা কনটেন্ট নির্মাতা হয়েছিলেন।
# দেখা হয়েছে এমন ৩জন শিক্ষকের সাথে বাতায়নে সর্বোচ্ছ বার যারা সেরা হয়েছেন।
# দেখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি এই প্রকল্পে সবচেয়ে ভালো করা প্রতিষ্ঠান ও প্রধানের সাথে।
# দেখা হয়েছে সারা দেশের মধ্যে থেকে বাছাই করে নিয়ে আসা সেরা ১০ জন উদীয়মান শিক্ষকের সাথে।
# দেখেছি এমএমসি বাস্তবায়ন কারী সেরা ৩ জন শিক্ষককে।
# দেখেছি এবং শুনেছি একজন পর্বতারোহীর নানা প্রতিকূলতা জয় করার গল্প।
# পরিচয় হওয়ার সৌভাগ্য হয়েছে ৫৬ জন ইনোভেটিভ প্রতিষ্ঠান প্রধানের সাথে।
# অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হয়েছে ১৩৪ জন লং লাইফ লার্নারের সাথে।
# ১৯৪ জন " সপ্তাহের সেরা কনটেন্ট" নির্মাতা অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোয় আলোকিত করেছিলেন।
# দেখেছি ২০ টি ক্যাটাগরিতে ৪৫০ জন শিক্ষককে সম্মাননা প্রদানের ঐতিহাসিক মুহুর্ত।
# এটুআই' র দুই দিকপাল জনাব রফিকুল ইসলাম সুজন ও অভিজিৎ শাহা স্যারদ্বয়ের মুখথেকে শুনেছি শিক্ষকদের জীবন্মান উন্নয়নে সরকারের ও এটুআই'র বিভিন্ন পরিকল্পনার কথা।
# উপভোগ করেছি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষনীয় রেফেল ড্র ।
# প্রায় ৫২৬ জন মানুষকে নিয়ে সিলেটের সবচেয়ে অভিজাত রেষ্টুরেন্টে যার যার পছন্দমত খাবার খাওয়ার আনন্দ উপভোগ করেছি।
# সম্মেলনে আগত সকল শিক্ষকের হাতে তুলেদিতে পেরেছি একটি ব্যাগ,একটি খামেভরা প্যাড, একটি "হাওর পাড়ের শিক্ষক সম্মেলন" লিখা দামী কলম, একটি ব্যাজ, একটি ম্যাগাজিন,একটি আকর্ষনীয় সম্মাননা ক্রেষ্ট,একটি চাবির রীং,একটি আকর্ষনীয় ক্যাজুয়াল জ্যাকেট।
# পেয়েছি সারা দেশ থেকে আগত শিক্ষকের সান্নিধ্য, দোয়া ও ভালোবাসা।
# পেয়েছি আইসিটি সাম্রাজ্যের লিজেন্ড জনাব আব্দুস সামাদ স্যারের স্নেহ, উনার ৪জন আইসিটি খলিফা আশারফ স্যার, আমীরী স্যার,হীরন স্যার ও নবী স্যারের ভালোবাসা, পেয়েছি এই ৫ আইসিটি খলিফার উপদেষ্টা জনাব লোকমান স্যারের দোয়া ও সারা দেশের সবচেয়ে দক্ষ সংগঠক জনাব আব্দুল মালিক রাজু স্যারের আস্থা ও বিশ্বাস।
# পেয়েছি মুয়ীনুল সুপার ও অজিজ স্যার মহোদয়ের স্নেহ।
# সংস্পর্শ পেয়েছি এমন কিছু আইসিটি সংগ্রামী যোদ্ধার যেমন হালিম স্যার ,রেজাউল স্যার,মুমিন স্যার,কামাল স্যার,আশীস স্যার,নোমান স্যার, মিছবাহ স্যার, নিজাম স্যার,কবীর স্যার,শহীদুল স্যার,আমিনুল স্যার সহ আরো অনেকেই আছেন যারা আমাদের গুরু সামাদ স্যারের নির্দেশে যেকোন আইসিটি সংগ্রামে ঝাপিয়ে পড়তে সর্বদা প্রস্থুত।

#> সবচেয়ে বড় প্রাপ্তি ছিল এই সম্মেলনের প্রথম দিন ২৭ ডিসেম্বর ২০১৯ সালে আমি শিক্ষক বাতায়নে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে স্বীকৃতি পেয়েছিলাম<#
এই প্রতিবেদন পড়ার পর আমার মনেহয় অনেকেই উত্তর পেয়েছেন যে এই সম্মেনলের আউটকাম কী ছিল।

আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর শিক্ষা উপযোগী দক্ষ শিক্ষক তৈরিতে সাধারন শিক্ষকদের মনে উৎসাহের বীজ বপন করা।
এ কাজে আমরা কতটুকু সফল হয়েছি তা সময়ই বলে দেবে ইনশাআল্লাহ্‌।

সবাই "ভালো থাকুন,ভালো রাখুন"
শিক্ষক বাতায়নের সাথেই থাকুন।আমিন

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি