Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৬ ফেব্রুয়ারি , ২০২১ ০১:২৫ পূর্বাহ্ণ

"জলজঝাঁঝি" নতুন উদ্ভিদ, পাওয়া গেছে বাংলাদেশে....

ব্রেকিং নিউজ : বাংলাদেশে পাওয়া গেলো উদ্ভিদ জগতে নতুন এক উদ্ভিদ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের উদ্ভিদ শ্রেণিবিন্যাস তত্ত্বের গবেষণার অন্যতম পুরোধা আবুল হাসানের নেতৃত্বে একদল গবেষক ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার  জয়দীয়া বাঁওড়ে পতঙ্গভুক জলজ উদ্ভিদের খোঁজ পেয়েছেন। গবেষনায় আরো ছিলেন অধ্যাপক মুজাদ্দিদে আলফাসানি এবং রউফ আহমেদ ভুঁইয়া। নতুন এই উদ্ভিদের নাম রাখা হয়েছে জলজঝাঝি এবং এর বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে Utricularia rosettifolia alfasane & hassan. 

গবেষকগণ বলেছেন, এটি শুধু বাংলাদেশেই নতুন নয় বরং সারা বিশ্বেই নতুন উদ্ভিদ।

Collected. 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি