Loading..

উদ্ভাবনের গল্প

২৬ ফেব্রুয়ারি , ২০২১ ০৯:৫৮ অপরাহ্ণ

দেয়ালিকা

বালিগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় সকল শিক্ষার্থীদের তৈরী পাঁচ মিশালী নামের দেয়ালিকা করে প্রকাশ করে ০১ লা মে ২০১৯ খ্রিঃ। পত্রিকা তৈরী প্রথম দিকে শিক্ষার্থীরা যখন জানতে পারলো আমাদের স্কুলে একটি পাঁচ মিশালী নামে দেয়ালিকা তৈরী হবে, তখন শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা দেখে আমি মুগ্ধ । শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা প্রকাশের একটি সুযোগ পেয়ে অনেক খুশী । স্কুল থেকে বলা হলো আগামী  দুদিনের মধ্যে তাদের নিজস্ব সৃজনশীলতায় তৈরী কবিতা, গল্প ও ছড়া লিখে নিয়ে আসতে হবে। যেমন কথা তেমন কাজ অধিকাংশ শিক্ষার্থী তাদের তৈরী কবিতা,গল্প ও ছড়া স্যারে কাছে জমা দিলো। শিক্ষক বৃন্ধ রীতিমতো অবাক ! যাচাইকৃত লেখা দিয়ে দেয়ালিকা তৈরী হবে। শুরু হয়ে গেলো যাচাইয়ের কাজ, সম্মানীত শিক্ষকবৃন্ধ শিক্ষার্থীদের তৈরী কবিতা,গল্প ও ছড়া নিধারণ করে দিলেন। শিক্ষার্থীরা বিভিন্ন ডিজাইন,চিত্র দিয়ে একটি দেয়ালিকা তৈরী করল।

শিক্ষার্থীরা দেয়ালিকার মাধ্যমে তাদের সৃজনশীল চিন্তা বিকাশ ঘটতে পারে । স্কুলে নিয়মিত দেয়ালিকা প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব।