Loading..

প্রেজেন্টেশন

০৬ মার্চ, ২০২১ ১০:২০ অপরাহ্ণ

What is MARKET in Economics? অর্থনীতি বাজার কাকে বলে। একাদ্বদশ ও দ্বাদশ শ্রেণী। ৪র্থ অধ্যায়।

বাজার। অর্থনীতি। একাদ্বদশ ও দ্বাদশ শ্রেণী। ৪র্থ অধ্যায়। অধ্যায়ের নামঃ বাজার।  আজকের আলোচ্য বিষয়ঃ বাজারের সংজ্ঞা ও বাজারের প্রকারভেদ। 

       প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশাকরি ভালো আছ। আমিও তোমাদের দোয়াতে ভাল আছি। শিক্ষক বাতায়ন থেকে আশাকরি ক্লাসটি ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া মন্টু কলেজের ফেসবুকে তো ক্লাসের ভিডিওটা দু এক দিনের মধ্যেই আপলোড দিব। আশাকরি সবাই আমার ক্লাসটি উপভোগ করবে। 

আর একটা অনুরোধ, যখন ইঊটিউবে ঢুকে আমার ক্লাসটি দেখবে তখন পুরো ক্লাসটি দেখবে, একটি লাইক দিবে আর ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই মন্তব্য করবে। আর নুতন ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।

মোঃ মোয়াজ্জেম হোসেন, প্রভাষক-অর্থনীতি,

আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজ, খোকসা, কুষ্টিয়া।

মোবাইল নং- 01615685648, 01715685648, 01815685648

 E-mail: [email protected]

You tube channel: RATON 365