Loading..

নেতৃত্বের গল্প

০৭ মার্চ, ২০২১ ১০:২০ অপরাহ্ণ

বিদ্যালয়ে ৭ই মার্চ

বাংলাদেশের দক্ষিণে বাগেরহাট জেলার সদর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে আমার বিদ্যালয়টির অবস্থান। উপজেলা থেকে ১৫ কিমি দূরে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬৬ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক রয়েছে। সরকার এ বছর ৭ই মার্চ কে জাতীয় দিবস হিসেবে পালনের ঘোষনা দিলে আমি আমার সহকর্মী দের নিয়ে প্রথমে স্টাফ মিটিং করে প্রয়োজনীয় কর্মসূচী ও তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। শিক্ষার্থী ও অভিভাবকদের কে অবহিত করি। স্বাস্থ্যবিধি মেনে সবাই ৭ মার্চের দিনভর অনুষ্ঠানে যোগ দেয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মাইকে ৭ মার্চের ঐতিহাসিক ভাষন বাজানো হয়। সকাল ৯ টায় জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ১০ টায় র‍্যালী। ১১ টায় চিত্রাংকন প্রতিযোগিতা ও আবৃতি অনুষ্ঠান। ১২ টায় ভাষন ও আলোচনা অনুষ্ঠিত হয় । স্থানীয় মুক্তিযোদ্ধাদের মুখে বীরত্বের কথা শুনে শিক্ষার্থীরা যাতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত ও উজ্জীবিত হয়। আগামী দিনের সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই। যারা এরকম অনুষ্ঠানের মাধ্যমে প্রাণ শক্তিতে বলীয়ান হবে।