Loading..

উদ্ভাবনের গল্প

০২ এপ্রিল, ২০২১ ১২:০৬ অপরাহ্ণ

মোছাঃ শিউলী বেগম, আরজীদেবীপুর শিয়ালকোট আলিম মাদ্রাসা ,পার্বতীপুর ,দিনাজপুর ।
দিনাজপুর জেলায় , পার্বতীপুর উপজেলায়  অবস্থিত আরজীদেবীপুর শিয়ালকোট আলিম মাদ্রাসাটি । স্থাপিত হয়েছে ১৯৫৩ সালে । শিক্ষক / কর্মচারী মোট ২৩ জন । ছাত্র/ছাত্রীরা সংখ্যা প্রায় ৪০০ জন । এই মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের মধ্যে আইসিটির প্রতি প্রচুর আগ্রহ আছে । কিন্তু মাদ্রাসায় কম্পিউটার ল্যাব প্রয়োজনীয় উপকরণ  না থাকায়, ছাত্র/ ছাত্রীরা প্রযুক্তিতে এগোতে পারছেনা । প্রযুক্তির উন্নয়ন ঘটাতে গেলে অবশ্যই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় উপকরণ থাকা একান্ত প্রয়োজন ।