Loading..

প্রেজেন্টেশন

০৫ এপ্রিল, ২০২১ ০৮:৩৭ অপরাহ্ণ

আম-আঁটির ভেঁপু

শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার মহোদয়, এডমিন মহোদয়, সেরা কনটেন্ট নির্মাতা মহোদয়, সেরা উদ্ভাবক মহোদয়, সেরা নেতৃত্ব মহোদয়, বাতায়নের সকল শিক্ষক- শিক্ষিকা ও আইসিটি জেলা এম্বাসেডর মহোদয়কে আমার এ পাক্ষিকে আপলোডকৃত ৩৭তম কনটেন্টটি দেখে লাইক,গঠন মূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।      

শিখনফল

১। লেখক পরিচিতি সম্পর্কে বর্ণনা করতে পারবে ।


২। পল্লি-মায়ের শাশ্বত চরিত্রের রুপটি বর্ণনা করতে পারবে


৩। প্রকৃতিমানুষের নিবিড় সম্পর্কের স্বরুপ ব্যাখ্যা করতে পারবে।  


৪। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবন যাপন সম্পর্কে বর্ণনা করতে পারবে


৫। প্রমিত উচ্চারনে পাঠ্যাংটুকু সরবে পড়তে পারবে।