Loading..

খবর-দার

০৮ এপ্রিল, ২০২১ ১০:৩৬ পূর্বাহ্ণ

রমজানের জন্য সবাইকে প্রস্তুতী নিতে হবে। এখন রাত জেগে ইবাদতের অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ রমজানের প্রতিটি রাতই ইমানদার মুসলমানের জন্য খুব গুরুত্বের দাবিদার।

রমজানের জন্য সবাইকে প্রস্তুতী নিতে হবে। এখন রাত জেগে ইবাদতের অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ রমজানের প্রতিটি রাতই ইমানদার মুসলমানের জন্য খুব গুরুত্বের দাবিদার। 

প্রত্যেক রাতের শেষ প্রহরে আল্লাহ তায়াল আমাদের ঢেকে বলেন কেউ আছ কি গুণাহ মাফ চাওয়ার আমি তাদের গুণাহ মাফ করে দেব। কেউ রিযিক চাওয়ার আছ কী? আমি তাদের রিযিক দিয়ে দিব। 

সূরা বাকারায় আল্লাহ তায়ালা বলেন "যখন আমার বান্দা আমাকে ডাকে আমি তার নিকটেই আছি, যখন আমার বান্দা আমাকে ডাকে তখন আমি তার ডাকে সারা দেই।" সুবহানাল্লাহ।