Loading..

প্রকাশনা

১১ এপ্রিল, ২০২১ ০৪:১৪ পূর্বাহ্ণ

সকল আয়োজন ও খাঁটি প্রেম, হাজেরা আক্তার মনি, স্বরচিত কবিতা।

সকল আয়োজনখাঁটি প্রেম

হাজেরা আক্তার মনি

 

জীবনের সকল আয়োজন মিথ্যা করে

কেউ চিরতরে হারিয়ে যেতে কখনোই প্রস্তুতি নেয় না

কেউ ভুলেও ভাবে না

তার নামটি কোন অচেনা মুহূর্তে

দূর আকাশের অজস্র তারায় শামিল হবে।

কেন ভাবতে হবে এই ভাবনা?

জীবনের এতো আলোর ভীরে

নিজেকে মেলা ধরার চেষ্টায়, তাকে ত সফল হতে হবে

যে যোগ্য তাকে ফেলে

যখন অযোগ্য কেউ নিজেকে মেলে ধরে সফলতায়

তখন প্রশ্ন ছুড়ে আমি কেনো না।

কেনো না, আসলেই ত কেনো না?

এখানে যোগ্য,অযোগ্য কিছু নয়,

যে যত জীবনের আলোর প্রতি আকৃষ্ট সে ততবেশি ধাবমান।

শুধু কিছু স্বার্থপরতার মুহুর্তগুলো হৃদয়ে ক্ষত সৃষ্টি করে,

না পাওয়ায় ভাবনা গুলোতে অবসরে অবেলায়

এই যে এতো ভালোবাসা

কি হবে এতো ভালোবাসার কেউ কি জানে?

দূর আকাশের অজস্র তারায়

নিজে শামিল হওয়ার মুহুর্ত পর থেকে,

সকল ভালোবাসা চেখের জলে হারিয়ে যায়।

হারাবে না কেনো??

জীবনের আলোর ভীরে নিজেকে রঙিন করতে চায় সবাই

তাই সকল কিছু সবই হারিয়ে যাবে

শুধু থাকে ওই দূরে তারারা।

তারায় তারায় দেখা হওয়ার আগে

নিজেকে প্রশ্ন করো তুমি কি কিছু সফলতা,

কিছু যোগ্যতা, কিছু ভালোবাসা সাথে নিয়েছ ত?

নিতে পারবে ত? সময় তোমাকে ডাকছে...

সাথে নিও কিছু প্রেম, কিছু পাগলামি,

কিছু আহ্লাদী আদিখ্যেতা মেশানো রঙিন অবসর।

তারার মেলায় ভালো থাকতে

এসবকিছুর সাথে খাঁটি ভালোবাসা নিতে ভুলে যেও না

তুমি জানো ত খাটি প্রেম কি??

জানো তুমি সব, শুধু একটু সময় থাকতে সময় দিও

 

 

 

 

স্বরচিত

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি