Loading..

ম্যাগাজিন

১৪ এপ্রিল, ২০২১ ১০:৩৬ পূর্বাহ্ণ

মনোযোগ

লোকটি কে জানেন?

ছবিটির বেশ কয়েকটি ব্যাপার লক্ষণীয়।

তার মাথার টিকিটি দেওয়ালের সঙ্গে বাঁধা। 

চেয়ারের হেলান দেয়ার অংশটি ভাঙ্গা।

তার টেবিলে অতিরিক্ত বইয়ের স্তুপ নেই। 

দরজা বন্ধ।,,

তিনি একান্ত মনোনিবেশ সহকারে পড়ছেন।তার ব্যাপারে জনশ্রুতি আছে যে,তিনি এক বই দুইবার পড়তেন না।

তিনি টিকিটি বেঁধে রেখেছেন কারণ এটা হাওয়ার দুলোনিতে পড়ার মনোযোগ নষ্ট করে,,আর ঝিমুনি আসলে এটাতে টান লেগে ঝিমুনি ছুটে যাবে।

তিনি চেয়ারে হেলান দেওয়ার অংশটা ভেঙ্গে ফেলেছেন কারণ এতে হেলান দিলে তাকে আলস্য ঘিরে ধরবে।

তিনি অতিরক্ত বই টেবিলে রাখেননি কারণ তিনি চান না যেটা পড়েছেন সেখান থেকে তার মনোযোগ অন্যদিকে ছুটে যাক।

যাই হোক,,ছবিটির মানুষটি আর কেউ নয়। প্রবাদ প্রতিম পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার লেখা বই পড়েই আমরা বর্ণপরিচয় অক্ষর চিনতে শিখেছি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি