Loading..

প্রকাশনা

১৮ এপ্রিল, ২০২১ ১২:০৯ পূর্বাহ্ণ

স্বরচিত কবিতা, এখন আমি, আয়েশা নাহার হোসেন
img
Ayasha Siddiqua

সহকারী শিক্ষক

এখন আমি

আয়েশা নাহার হোসেন

 

এখন  আমি বেশ আছি

হঠাৎ করে রাগি না

তোর মতো মিথ্যেবাদীর

মিথ্যে ধোঁকায় পড়িনা।

মেহেদী পরে এই দুহাতে

জ্বালতে পারি ভূবনে আলো।

এখন আমার ভয় লাগে না

একলা পথে হাঁটতে একা

যদিও আমি জানি এখন

আমায় তো আর কেউ চেনে না।

এখন আমি হাসতে পারি,

গাইতে পারি গান

উড়তে পারি পাখা মেলে

ভুলে লোকের গাল।

এখন আমি সৃষ্টি ছাড়া

আনন্দ উদ্যান

এখন আমার বুকের মাঝে

নেই যে আমার প্রাণ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি