Loading..

ম্যাগাজিন

১৯ এপ্রিল, ২০২১ ০২:২৫ পূর্বাহ্ণ

“শিক্ষার কারিগরের সম্মান” মোছাঃ মারুফা বেগম, প্রধান শিক্ষক, খগা বড়বাড়ী বালিকা দ্বিমুখী উচ বিদ্যালয়, ডিমলা, নীলফামারী।

“শিক্ষার কারিগরের সম্মান”

     মারুফা লিজা

 

ব্যাথার বোঝা বুকে বুঁজি,

বেসরকারি শিক্ষক বেড়াই সুখ খুঁজি।

চিরন্তন সত্য সেই বাণীখানি

জন্মের পর হতে আসছি শুনি-

"শিক্ষা জাতির মেরুদণ্ড।"

অথচ শিক্ষকের মস্তিষ্কে অভাবের অগ্নিকুণ্ড।

গিন্নীর লিখা খরচের ফর্দ -

ছিড়ে ফেলি, করি খন্ড খন্ড।

সন্তানের অনেক শখের আবদার -

অর্থের অভাবে পারিনা মিটাবার।

জাতির মেরুদণ্ড সবল করিতে-

খাটছি মোরা দিন ও রাতে।

কলুর বলদের ন্যায় ঘানি টেনে চলি;

ভাবি এ জীবন যায় যাক চলি।

এমন ছন্দহারা জীবন চাহিনাকো আর;

কেউ কি নেই বেসরকারি শিক্ষকের দুঃখ ঘোচাবার।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি