Loading..

ম্যাগাজিন

২২ এপ্রিল, ২০২১ ০৭:৩৩ অপরাহ্ণ

সাওমের উদ্দেশ্য তাকওয়া অর্জন

ইসলাম পাঁচটি মৌলিক স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ হলো সাওম। কালিমার ঘোষণা দেওয়া, সালাত আদায় করা, নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেওয়া, সামর্থ থাকলে হজ্জ পালন করা ও রমযানের সাওম পালন করা। ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভই আলাদাভাবে বিশেষ গুরুত্বের দাবী রাখে, কিন্তু তন্মমধ্য সাওমএকটু আলাদা। যার পুরস্কার সম্পর্কে মহান আল্লাহ তায়ালা হাদীসে কুদসীতে বলেন: মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু সিয়াম ছাড়া, তা শুধুই আমার জন্য এবং আমিই তার প্রতিদান দিব।’ (সহীহ মুসলিম) আল-কুরআনের ভাষায় অত্যন্ত ফযিলত ও মর্যাদাপূর্ণ এই সাওমেরর উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আল্ল¬াহর তায়ালার ভয়ে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম তাকওয়া। আবার যাবতীয় অপরাধ, অন্যায় ও অপছন্দনীয় চিন্তা, কথা ও কাজ থেকে আত্মরক্ষার মনোভাবকে তাকওয়া বলা হয়। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে মুুত্তাকী বলা হয়। মুত্তাকীদের জন্য হিদায়াত বা গাইড হলো রমযান মাসে অবতীর্ণ গ্রন্থ আল-কুরআন। আলোচ্য নিবন্ধে সাওমের পরিচয়, সাওমের উদ্দেশ্য, তাকওয়ার অর্থ, ও সাওমের তাৎপর্য সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়েছে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি