Loading..

প্রেজেন্টেশন

২৭ এপ্রিল, ২০২১ ১২:৩৫ পূর্বাহ্ণ

এসো হাতে কলমে শিখি

উদ্ভাবনী গল্প-০৭

কোভিড_১৯ পরিস্থিতি এর পূর্বে আমার এই উদ্ভাবনী গল্প। প্রথমে আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শামসুল আলম স্যারের সাথে সমন্বয় করি। আমার বিদ্যালয়ে সকল শ্রেনীর জন্য “চারু ও কারুকলা বিষয়ের জন্য ছাত্র-ছাত্রীদের হাতে কলমে কাগজের তৈরী বিভিন্ন উপাদান তৈরীর লক্ষ্যে আমার এই আয়োজন। সুদূর ভারত থেকে আমন্ত্রিত অতিথী শিক্ষক খোলা মাঠে সকল শ্রেনীর শিক্ষার্থীদের অবস্থান করিয়ে তিনি কাগজের বিভিন্ন উপাদান তৈরীর কসরত দেখালেন তখন ছাত্র-ছাত্রীরা অতি আনন্দের সহিত করোতালির মাধ্যমে উপভোগ করলেন এবং সেই সাথে শিক্ষকরাও । তারপর ছাত্র-ছাত্রীরা নিজ হাতে যখন কাগজ কেটে বিভিন্ন উপাদান তৈরী করতে পারলো তখন প্রধান শিক্ষক জনাব, মো.শামসুল আলম স্যার উপস্থিত সকলকে করতালির মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে দিলেন। পরিশেষে প্রধান শিক্ষক জনাব, মো.শামসুল আলম স্যার সমাপনী বক্তব্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন। এখন আমার কথা হলো_ প্রতিটি স্কুলে বা শ্রেণিকক্ষে যদি এরকম নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করা যায় তাহলে ছাত্র/ ছাত্রীরা অনেক বেশি শিখবে এ শিখনফল কার্যকর হবে। আমার এই উদ্ভাবনী গণ্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার বাতায়ন বাড়িতে এসে লাইক, রেটিং, কমান্ড এবং শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদান্তে_ মো. খলিলুর রহমান সিনিয়র শিক্ষক চন্ডিপুর মডেল হাইস্কুল পীরগাছা, রংপুর। জেলা শিক্ষক অ্যাম্বাসেডর, (A2i) ই-মেইল- [email protected]