Loading..

উদ্ভাবনের গল্প

০১ মে, ২০২১ ১২:৩২ পূর্বাহ্ণ

প্রতিকূল পরিবেশে স্কুল প্রদত্ত ইউনিফর্ম বাস্তবায়ন

গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা স্কুল প্রদত্ত ইউনিফর্ম পরিধান করে না। এর কারণ হলো- অভিভাবকদের আর্থিক অবস্থা ভালো না, অভিভাবকদের তাদের ছেলে-মেয়ের প্রতি অবহেলা, শিক্ষার্থীদের অবহেলা, চিরাচরিত নিয়ম মেনে চলা, বিদ্যালয়ের নিয়মনীতি গুরুত্বের সাথে না নেওয়া।

প্রতিকূল পরিবেশে স্কুল প্রদত্ত ইউনিফর্ম বাস্তবায়নঃ

১. বছরের শুরুতে ক্লাসে ভর্তির সময় শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে উনিফর্ম পরিধানের প্রতিশ্রুতি নেওয়া।

২. স্কুল ড্রেস এবং ক্যার্স না পরলে ক্লাস টিচারদের মাধ্যমে তাদের পরিবারকে জানানো ও শাস্তি মূলকভাবে ক্লাসের বাইরে দাড় করিয়ে রাখা।

৩. প্রত্যাহিক সমাবেশে তাদের আলেদা ভাবে দাড় করানো।

৪. তহবিল গঠন করে দরিদ্র শিক্ষার্থীদের ইউনিফর্ম ও ক্যার্স কিনে দেওয়া।

আমি উল্লেখিত পদ্ধতি অনুস্মরণ করে সফলতা পেয়েছি