Loading..

প্রকাশনা

১৪ জুন, ২০২১ ১০:০৮ অপরাহ্ণ

একটি খোলা বৈজ্ঞানিক চিঠি, মো: তানভীর হোসেন, সহকারী শিক্ষক(গণিত) ,বি কে ইউনিয়ন ইনস্টিটিউশন,খুলনা।ফোন- ০১৯৫১-৫৬৬৫৯০ .Email- [email protected]

একটি খোলা চিঠি বিজ্ঞানসম্মত

শুক্রগ্রহ হতে

তারিখ: ৩৫/১৩/৪৫৫৬

কেমন আছো,

আশা করি,আমার দোয়ায় ভালো আছো তোমার কথা ভেবে আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন সম্পন্ন হয় আমার অলিন্দ নিলয়ের সবটুকু স্থান জুড়ে আছো শুধুই তুমি তোমার কথা ভাবলেই আমার হৃদয়ে চেইন রিঅ্যাকশন শুরু হয় তোমার প্রতি আমার আকর্ষণ বল সম্ভবত মহাকর্ষ বলকেও হার মানাবে

After news,

পানিকে ভাঙলে দুই অণু হাইড্রোজেন আর এক অণু অক্সিজেন পাওয়া যায় কিন্তু আমার হৃদয় ভাঙলে পাবে শুধুই তোমাকে তোমার প্রতি আমার ভালোবাসার যে দ্রুতি তা কোনো ভেলাটোমিটার দ্বারা পরিমাপ করা সম্ভব নয় ওগো, আমার মাথার স্মৃতির সব কোষ তোমার স্মৃতি দিয়ে ঠাঁসা তাইতো পড়া ঢুকানোর মতো কোনো জায়গা ফাঁকা নেই তুমি আমার সাথে যখন রাগ কর, তখন তোমার মেজাজের  পারদস্তম্ভ এত দ্রুত ওপরের দিকে ওঠে যায়, যা কোনো থার্মোমিটার দ্বারা আজও মাপা সম্ভব হয় নাই আমি বিশ্বাস করি, নিউটনের তৃতীয় সূত্র সবক্ষেত্র প্রযোজ্য হলে, তোমারও একদিন ভুলের অবসান ঘটবে এবং আমাকেই আপন করে নেবে তোমার বাবার চোখ দূরবীণ যন্ত্রের চেয়েও তীক্ষ্ণ যে, তোমার বাসার ৫০ গজের মধ্যে আসলেও টের পেয়ে যায় তোমার আম্মুর শ্রবণশক্তি এতই প্রখর যে, মনে হয় বাদুরের চাইতেও বেশি তাইতো তোমার সাথে কথা বলার সময় ১০০ গজ দূর থেকেও শুনতে পারে এদিকে যখনই জ্যামিতি করতে যাই, তখন প্রতিটি চিত্র তোমার হাত, পা, মাথা- এসবের আকৃতি ধারণ করে ভাগ্যিস প্রতিটি চিত্রই তোমার আকৃতি ধারণ করে, তা না হলে আমার ১৩টা বেজে যেত ! তোমার কথা ভাবলেই আমার পিটুইটারী গ্রন্থি থেকে অতিরিক্ত নিঃসরণ শুরু হয় তুমি জানোনা, আমার মস্তিস্কের নিউরণ, ফুসুফুসের অ্যালভিউলাই, বৃকের নেফ্রন এর কার্যকারিতা তোমার উপর নির্ভর করে তুমি আমার কাছে আমার ল্যাপটপের চেয়েও প্রিয় ছোট এই যন্ত্রটি ছাড়া যেমন আমার এক মুহূর্ত চলে না, তেমনি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত থাকা দায় তোমার কাছে চিঠি লিখতে লিখতে আমার রেডিও আলনা ক্ষয় হয়ে যাচ্ছে

আলেকজান্ডার বেল দাদাকে ধন্যবাদ জানাতেই হয়, কারণ যতি বাধা আসুক ফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে পারি আশার কথা হল, এখন তোমার-আমার মাঝে যে সম্পর্ক, তা একখন্ড হীরকের মাঝের অণুর বন্ধনের মতোই দৃঢ় বার্জেলিয়াস এর প্রাণশক্তি মতবাদ ভুল প্রমাণিত হতে পারে কিন্তু তোমার প্রতি আমার যে, ভালোবাসা তা কখনোই ভুল প্রমাণিত হবে না তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে ইলেকট্রনের মতো ঘুরানোর চেষ্টা করো না, তাহলে  খাওয়ার প্রবল সম্ভাবনা আছে ভালো থেকো, এই প্রত্যাশায়

ইতি,

তোমার আমি

                                 


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি