Loading..

খবর-দার

১৫ জুন, ২০২১ ০৪:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ-ভারত টেলি কোলাবোরেশান প্রোগ্রাম সম্পন্ন করলেন রুবেল হোসাইন
বাংলাদেশ-ভারত টেলি কোলাবোরেশান প্রোগ্রাম সফল ভাবে সম্পন্ন করেছেন সিরাজগঞ্জের মো. রুবেল হোসাইন।

সুইডেনভিত্তিক ইকো ট্রেনিং সেন্টার ও নাসিক ট্রেনিং সেন্টার (ভারত) এবং বাংলাদেশের যৌথ ভাবে এ প্রোগ্রামের আয়োজন করে।

মো. রুবেল হোসাইন (৩৪) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬ নং বড়ধুল ইউনিয়নের চরবেল গ্রামের বাসিন্দা। তিনি বিলমহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আইসিটি ফর এডুকেশনের জেলা আ্যম্বাসেডর।

রুবেল হোসাইনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের শিক্ষা কর্মকর্তা মিস্টার ইয়োগেশ সানোয়ারে, ভারতের জেলগাও জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বারাত শিরসাথ, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা ফয়সাল আহমেদসহ তার শুভাকাঙ্ক্ষীরা।

এ সময় প্রোগ্রামে পার্টনার হিসেবে ছিলেন মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক ও আইসিটি ফর এডুকেশনের জেলা এম্বাসেডর কাজি রুনা। 

আরও ছিলেন ভারতের মহারাষ্ট্র প্রদেশের জেলগাও জেলার আদর্শ সিন্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিসেস সপ্না রাউলানি এবং একই প্রদেশের বাড়িসমাজ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রামকৃষ্ণ পাটিল এবং ওই বিদ্যালয়ের পাঁচ জন শিক্ষার্থী। 

এ প্রোগ্রামের মাধ্যমে দুটি দেশের শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, ইতিহাস, ঐতিহ্যসহ নানাবিধ বিষয়বস্তুর পাশাপাশি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল এর ১৭টি লক্ষ্যমাত্রার উপর উভয় দেশের সার্বিক পরিস্থিতি, প্রতিবন্ধকতা, সমস্যা সমাধান সরকারি ও বেসরকারি পর্যায়ে গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও, একই উপজেলার কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমানা রহমান এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।