সারা বিশ্ব ব্যাপী মহামারি মহাপ্রলয় করোনা নামক ভাইরাসে বাংলাদেশের কৃষকের ধান কাটা--

করোনায় দেশ দুনিয়া যখন স্থবির,বোরো ধানের ফসল পেকে সোনালি মাঠ ভরে গেছে, লকডাউনে কৃষি শ্রমিকের সহজ চলাচল সমস্যা,দেশের অনেক এলাকায় শ্রমিকের হাহাকার,ধান ঘরে তুলতে কৃষকের মাথায় হাত । যদিও শ্রমিক পাওয়া যায়, নাগালের বাহিরে মজুরি, কাঁচা ধানের দাম মাত্র চার-পাচঁশত টাকা মন । কৃষকের উৎপাদন খরচ উঠছে না । এই অবস্থায় দেশের কিছু সামাজিক সংগঠন এগিয়ে এসেছে ধান কাটার কাজে, ভাল উদ্যোগ, তবে,অনেক ক্ষেত্রেই কৃষকের সাথে তামাশা লক্ষ্য করা যাচ্ছে, শুধু ফটো সেশান এর জন্য ধান ক্ষেতে নেমে চলে আসা । লোক দেখানো নয়,উপকার করতে চাইলে যেন কৃষকের উপকার হয় ।

সাম্প্রতিক মন্তব্য


গোলাম ফারুক
চলছে রহমতের মাস রমজান এই রমজান হোক সকলের জন্য বরকতময়।চমৎকার নির্মানের জন্য লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ।আমার এ সপ্তাহের কন্টেন্ট টি দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। বাতায়ন লিঙ্ক https://www.teachers.gov.bd/profile/glm.farukict

বিবেকানন্দ বিশ্বাস
ধন্যবাদ আপনাকে পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও অভিনন্দন। আমার বাতায়নে আপনাকে স্বাগতম। https://www.teachers.gov.bd/content/details/564921

অজয় কৃষ্ণ পাল
শ্রদ্ধেয় প্যাডাগজি স্যার, রেটার মহোদয়, সেরা কনটেন্ট নির্মাতাগণ, বাতায়নের সকল স্যার- ম্যাম ও আইসিটি জেলা এম্বাসেডর মহোদয়গণ আমার উদ্ভাবনী গল্পটি দেখার ও পূর্ণ রেটিং সহ গঠনমূলক মতামতের জন্য বিনীত অনুরোধ করছি। আপনাদের সহযোগীতা পেলে সুন্দর , শ্রেণি উপযোগী ও মানসম্মত কনন্টেন্ট উপহার দিয়ে শিক্ষক বাতায়ন কে আরো সমৃদ্ধি করার চেষ্টা করব। শিক্ষক বাতায়ন আই ডি: ajoy.cbmhs https://www.teachers.gov.bd/content/details/564586 https://www.teachers.gov.bd/content/details/564583

মোঃ কবির উদ্দিন
লাইক ও পূর্ণ রেটিং সহ অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।
মতামত দিন