করোনা পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়া

প্রিয় স্যার/ম্যাডাম আমার সালাম নিবেন। বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। করোনা যাতে সংক্রমিত হতে না পারে সে সজন্য সরকার সকলশিক্ষা প্রতিষ্টানবন্ধ ঘোষনা করেছেন। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার সংসদ টিভি ও কিশোর বাতায়নে নিয়মিত ক্লাশ প্রচারনা করছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন বিভাগ, জেলা পর্যায়ে অনেক অনলাইন স্কুল তৈরী করে শিক্ষকরা লাইভ ক্লাশ পরিচালনা করছেন। এতে হইয়তো কিছুটা হলেও আমাদের শিক্ষার্থীরা উপকৃত হতে পারছে। কিন্তু এতে অল্প সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আমার মনে হয় আমরা যদি নিজ নিজ প্রতিষ্টানভিত্তিক অনলাইন স্কুলের মাধ্যমে পাঠদান করি তাহলে ১০০% না হলেও ৫০% শিক্ষার্থীকে নিয়ে আসতে পারব। এক্ষেত্রে সরকার , প্রতিষ্টান কর্তিপক্ষকে এগিয়ে আসতে হবে। এটি আমার মতামত প্রকাশ করলাম। আপনার মতামত ভিন্ন হতেও পারে।

সাম্প্রতিক মন্তব্য


মোছাঃ লাকী আখতার পারভীন
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক, রেটিং ও আপনার সু-চিন্তিত মতামত দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

তাছলিমা আক্তার
আসসালামু আলাইকুম । লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা ও অভিনন্দন । ভালো থাকুন , সুস্থ থাকুন , নিজেকে নিরাপদে রাখুন । আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক ও রেটিংসহ মূল্যবান মতামত প্রদানের অনুরোধ রইল । https://www.teachers.gov.bd/content/details/582140

অজয় কৃষ্ণ পাল
আমার কনটেন্টটি দেখে রেটিং সহ মতামত প্রদানের অনুরোধ রইল। শিক্ষক বাতায়ন আই ডি: ajoy.cbmhs https://www.teachers.gov.bd/content/details/586524
মতামত দিন